ভবিষ্যৎ তারকার তকমা যাদের

বর্তমান ক্রিকেট বিশ্বে বেশ শক্ত প্রতিপক্ষ হিসেবেই নিজের অবস্থান প্রমাণ করেছে ভারত। জাতীয় দলের শক্তিশালী স্কোয়াড ছাড়াও পাইপলাইনে অজস্র সম্ভাবনাময়ী ক্রিকেটাররা অপেক্ষায় আছে সুযোগের। এর মধ্যে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার ইতোমধ্যেই ঘরোয়া ক্রিকেটে নিজেদের সেরাটা দিয়ে পেয়েছেন ভবিষ্যৎ তারকার তকমা।

বর্তমান ক্রিকেট বিশ্বে বেশ শক্ত প্রতিপক্ষ হিসেবেই নিজের অবস্থান প্রমাণ করেছে ভারত। জাতীয় দলের শক্তিশালী স্কোয়াড ছাড়াও পাইপলাইনে অজস্র সম্ভাবনাময়ী ক্রিকেটাররা অপেক্ষায় আছে সুযোগের। এর মধ্যে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার ইতোমধ্যেই ঘরোয়া ক্রিকেটে নিজেদের সেরাটা দিয়ে পেয়েছেন ভবিষ্যৎ তারকার তকমা।

  • ইয়াশ ধুল

সবশেষ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে অসাধারণ নেতৃত্ব দিয়ে ভারতকে শিরোপা এনে দেন অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়ক ইয়াশ ধুল। এরপর প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকেই দুই ইনিংসে করেন সেঞ্চুরি! ভারতের ইতিহাসে বিরাগ আওয়াতে ও নরি কন্ট্রাকটরের পর তৃতীয় ক্রিকেটার হিসেবে রঞ্জি ট্রফির অভিষেকেই দুই ইনিংসে সেঞ্চুরির দেখা পান ইয়াশ।

মিডল অর্ডারের এই যুব তারকা রঞ্জি ট্রফিতে ওপেনিংয়ে সুযোগ পেয়েই করেন দুর্দান্ত দুই সেঞ্চুরি। দিল্লীর কোচ রাজ কুমার শর্মা যিনি বিরাট কোহলিকেও কোচিং করিয়েছেন তাঁর মতে, ‘ইয়াশ ভারত জাতীয় দলের ভবিষ্যত একজন তারকা।’

  • শাহরুখ খান

তামিলনাড়ুর তরুন তারকা শাহরুখ খান ইতোমধ্যেই নজরকেড়েছে সবার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডের স্কোয়াডেও ছিলেন ২৬ বছর বয়সী এই তারকা। এবারের আসরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে ৯ কোটি রুপিতে তাঁকে দলে নিয়েছে পাঞ্জাব কিংস।

গেল বছর পাঞ্জাব তাঁকে নিয়েছিলো ৫.২৫ কোটি রুপিতে; যেখানে ১১ ম্যাচে ১৩৪ স্ট্রাইক রেটে করেছেন ১৫৩ রান। তবে সম্প্রতি রঞ্জি ট্রফিতে দিল্লীর বিপক্ষে বিধ্বংসী ইনিংস খেলে খবরের পাতায় এসেছেন শাহরুখ! তামিলনাড়ুর হয়ে ১৪৮ বলে ১৯৬ রানের ঝড়ো এক ইনিংস উপহার দেন তিনি! ১০ ছক্কা ২০ চারে এই ইনিংস সাজান তিনি। ঘরোয়া ক্রিকেটে এখন পর্যন্ত নয়টি ফিফটি ও একটি সেঞ্চুরির মালিক শাহরুখ।

  • শ্রীকর ভারত

মহেন্দ্র সিং ধোনির অবসরের পর কিপিং গ্লাভস হাতে ভারতের হয়ে এখন নিয়মিত মুখ ঋষাভ পান্ত। তবে ব্যাকআপ হিসেবে নির্বাচকদের পছন্দের তালিকার শীর্ষে আছেন ২৮ বছর বয়সী শ্রীকর ভারত। অন্ধ্রপ্রদেশের এই ক্রিকেটারকে পান্তের ব্যাকআপ হিসেবেই বিবেচনায় রেখেছে ভারতীয় ক্রিকেট।

ঋদ্ধিমান সাহার বয়স আর ফর্ম বিবেচনায় দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। অপরদিকে তরুন ঈশান কিষাণ এখনো সাদা বলের ক্রিকেটে নিজেকে প্রমাণ করতে পারেননি। লোকেশ রাহুলও টেস্টের নিয়মিত উইকেটকিপার নন। তাই পান্তের জায়গায় পরবর্তীতে সুযোগ পেতে পারেন ভারত। ২০২১ সালের নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে সাবস্টিটিউট হিসেবে গ্লাভস হাতে ফিল্ডিংয়ে নেমে তিন ক্যাচ নেন ভারত। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৬ গড়ধারী এই ক্রিকেটার অপেক্ষায় আছেন সাদা পোশাকে সুযোগের!

  • সাকিবুল গনি

রঞ্জি ট্রফিতে প্লেট গ্রুপের ম্যাচে মিজোরামের বিপক্ষে বিহারের হয়ে ৩৪১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে আলোচনায় এসেছেন অলরাউন্ডার সাকিবুল গনি। প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকেই রেকর্ড গড়েন এই তরুন তুর্কি। প্রথম শ্রেণির অভিষেকে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোরের রেকর্ড গড়েন সাকিব!

৪০৫ বলে ২ ছক্কা ও ৫৬ চারে ৩৪১ রানের অসাধারণ এক ইনিংস খেলেন তিনি। বিহার থেকে উঠে এসে জাতীয় দলে এখনো পর্যন্ত বড় অবদান রাখতে পারেনি কোনো ক্রিকেটার। তবে সম্ভাবনা দেখাচ্ছেন সাকিবুল গনি। রঞ্জি ট্রফির অভিষেকেই এই তরুনের ব্যাটিং মুগ্ধ করেছে সবাইকে। এমনকি বিশ্বরেকর্ড গড়ে এই তরুন প্রশংসা কুড়িয়েছেন কিংবদন্তি তারকা শচীন টেন্ডুলকারেরও!

  • রাজ আঙ্গাদ বাওয়া

স্পোর্টস পরিবার থেকেই উঠে এসেছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সেরা তারকা রাজ আঙ্গাদ বাওয়া। রাজের দাদা তারলোচান সিং বাওয়া ভারতের ১৯৪৮ সালের অলিম্পিক গোল্ড মেডেল জয়ী দলের সদস্য ছিলেন! রাজের বাবা সুখবিন্দর সিং বাওয়া যুবরাজ সিংকে কোচিং করিয়েছেন!

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে নজরকাড়া ক্রিকেটারদের একজন বাওয়া। বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ৩১ রানে ৫ উইকেট শিকার করেন এই অলরাউন্ডার। ফাইনালের ম্যাচ সেরাও হন এই যুব তারকা। পুরো টুর্নামেন্টে বল হাতে ৯ উইকেট ও ব্যাট হাতে ২৫২ রান করেন তিনি। ২০১১ বিশ্বকাপ থেকেই যুবরাজ সিং’য়ের ভক্ত রাজ। যুবরাজকে দেখেই বাঁ-হাতি ব্যাটার হতে চেয়েছিলেন!

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...