প্রথম দুই ম্যাচেই অসাধারণ জয়ের পর হঠাৎই খেই হারিয়ে ফেললো ভারত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ উইকেটের হারের পর দেশ ও দেশের বাইরে প্রশ্ন উঠতে শুরু করলো রোহিত শর্মার দলকে নিয়ে। তবে ভারতীয় ক্রিকেটের ‘দাদা’ ঠিক বড় ভাইয়ের মতোই হাত রাখলেন ভারতীয় দলের কাঁধে। জানালেন তার বিশ্বাস, হারের পর ঘুরে দাঁড়িয়ে কোয়ালিফাই তো করবেই এমনকি ফাইনালেও খেলবে রোহিত শর্মারা।
বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সদ্য সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলি কলকাতায় ভারতীয় দলের উপর নিজের ভরসার কথা জানান। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি) এর বার্ষিক সাধারণ সভায় সাবেক ভারতীয় অধিনায়ক বলেন, ‘ভারত একটা মাত্র ম্যাচেই হেরেছে। প্রত্যেকে ভালো খেলছে। আমি আশা করি ভারত অবশ্যই কোয়ালিফাই করবে। আমি আশাবাদী যে ভারত ফাইনালে খেলবে।’
বিসিসিআইয়ের সভাপতির দায়িত্ব থেকে অব্যাহতির পর সিএবির দায়িত্ব নিতে চাইলেও পরবর্তীতে মত পরিবর্তন করেন সৌরভ গাঙ্গুলি। তার পরিবর্তে বড় ভাই স্নেহাশিষ গাঙ্গুলি। সোমবার থেকে নতুন প্রধানের দায়িত্ব পালন করছেন। বড় ভাইকে শুভকামনা জানিয়ে বলেন, ‘নতুন এক দল সিএবির নেতৃত্ব দিবে। সবাই যথেষ্ট অভিজ্ঞ। আশা করি তারা যথেষ্ঠ ভালো করবে।’
বাংলার ক্রিকেট নিয়েও এসময় শুভকামনা জানান তিনি। মোহাম্মদ শামি যিনি ঘরোয়া ক্রিকেটে বাংলার প্রতিনিধিত্ব করেন , অস্ট্রেলিয়া বিশ্বকাপ দলে র অন্যতম সেরা পারফর্মার। সর্বশেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে এক উইকেট তুলে নেন। ম্যাচ হারলেও দলের সেরা বোলার ছিলেন এই পেসার। গত ১৮ অক্টোবর বিসিসিআইয়ের সভাপতি পদ থেকে অব্যাহতি পান সৌরভ গাঙ্গুলি। তার স্থলাভিষিক্ত হোন সাবেক ভারতীয় ক্রিকেটার রজার বিনি।