ভারতে এখন চলছে লিজেন্ডস লিগ ক্রিকেট; যেখানে প্রায় সব দেশের সাবেক ক্রিকেটাররা খেলছেন। পুরনো নায়কদের আবারো মাঠে দেখতে পেরে আনন্দ পাচ্ছেন দর্শকেরা, তবে এবার ঘটেছে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। বাইশ গজে বিবাদে জড়িয়ে বিতর্কের জন্ম দিয়েছেন দুই ভারতীয় গৌতম গম্ভীর এবং এস শ্রীশান্ত।
শ্রীশান্তের পরপর দুই বলে চার আর ছয় হজম করেছিলেন, এতেই কিছুটা আগ্রাসন দেখান এই পেসার। সেটা পছন্দ হয়নি ব্যাটিংয়ে থাকা গম্ভীরের, দুজনে জড়িয়ে পড়েন বাকবিতন্ডায়। সেসময় অবশ্য বোঝা যায়নি, তবে ম্যাচ শেষ হতেই এই ব্যাপারে এক ভিডি বার্তা প্রকাশ করেছেন শ্রীশান্ত।
সেখানে তিনি জানান যে তাঁকে কটু কথা বলা হয়েছে এজন্য মূলত তিনি রেগে গিয়েছেন। নিশ্চিত হওয়া না গেলেও ভক্ত-সমর্থকদের ধারণা সাবেক এই ক্রিকেটারকে ফিক্সার বলেছেন গৌতম গম্ভীর। এই নিয়ে কোন উপসংহারে আসার আগে অবশ্য এই ব্যাটারের কথাও শুনতে হবে – তারপরই জানা যাবে আসলে কি ঘটেছিল।
ভিডিওতে শ্রীশান্ত বলেন, ‘মি. ফাইটারের সাথে কি হয়েছে সেটা স্পষ্ট করতে চাই। কোন কারণ ছাড়াই সে সতীর্থদের সাথে ঝগড়া করে, বীরু ভাইয়ের মত সিনিয়রদের পর্যন্ত সম্মান করে না। আজকেও এমনটা ঘটেছে, কোন কারণ ছাড়াই সে আমাকে বিশেষ কিছু কথা একটানা বলে গিয়েছে যা মোটেই বলা উচিত ছিল না।’
ফিক্সিং কান্ডে বিতর্কিত এই ক্রিকেটার পরবর্তীতে গৌতম গম্ভীরের কীর্তিকলাপ ফাঁস করে দেয়ার হুমকিও দেন। তিনি বলেন, ‘সে এমন কিছু বলেছে যেটা তাঁর উচিত হয়নি। আমি অবশ্যই আপনাদের জানাব সে কি করেছে।’
এই ডানহাতি ফাস্ট বোলার আরও বলেন, ‘আমার এখানে কোন দোষ নেই। মি. গৌতি কি করেছে আগে বা পরে আপনারা সবাই জানতে পারবেন। যে শব্দ সে ব্যবহার করেছে, লাইভ ম্যাচে যা যা সে বলেছে সেসব মোটেই গ্রহণযোগ্য নয়। আমি, আমার পরিবার অনেক কিছুর মধ্য দিয়ে গিয়েছি, এখনো মানুষজন আমাকে ছোট করতে চায়।’