টিম ডিরেক্টর হাফিজের সঙ্গে বাবর-শাহীনের দ্বন্দ্ব!

বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ ইস্যুতে এনওসি প্রদানে হাফিজের আপত্তিতে বেজায় চটেছেন বাবর-শাহীনরা।

পাকিস্তান ক্রিকেটে বিতর্ক নতুন কোনো ইস্যু নয়। অন্তর্দলীয় কোন্দলের খবরও শোনা যায় প্রায়শই। তবে এবার দলটির ম্যানেজার ও অন্তর্বর্তীকালীন কোচ মোহাম্মদ হাফিজের সঙ্গে সিনিয়র ক্রিকেটারদের মতবিরোধের গুঞ্জন শোনা যাচ্ছে। 

বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ ইস্যুতে এনওসি প্রদানে হাফিজের আপত্তিতে বেজায় চটেছেন বাবর-শাহীনরা। এমনটাই জানাচ্ছে পাকিস্তানের এক গণমাধ্যম। তাদের প্রতিবেদন অনুযায়ী, হাফিজের সঙ্গে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি (আইএলটি) খেলার জন্য শাহীন আফ্রিদি, শাদাব খান, আজম খানের লম্বা আলাপচারিতা হয়েছে।

এ ছাড়া আসন্ন বিপিএল খেলতেও অনেকে এনওসি চেয়েছে। কিন্তু হাফিজ এখনই ক্রিকেটারদের এনওসি দিতে নারাজ। আর এতেই নাকি ক্রিকেটারদের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে সাবেক এ ক্রিকেটারের।  

এমনিতে পাকিস্তান ক্রিকেটে মোটেই ভাল সময় যাচ্ছে না। অস্ট্রেলিয়া সফরে তিক্ত অভিজ্ঞতার পর নিউজিল্যান্ডেও সুবিধা করতে পারছে না দলটি। সিরিজের প্রথম ২ টি-টোয়েন্টি ম্যাচই হেরেছে শাহীনের পাকিস্তান।

এমন অবস্থায় ড্রেসিংরুমের পরিবেশ নিয়েও উঠেছে প্রশ্ন। এর মধ্যেই আবার কোচের সঙ্গে ক্রিকেটারদের বিরোধ প্রকাশ্যে এসেছে। সব মিলিয়ে দলীয় ব্যর্থতা, দলের মধ্যে বোঝাপড়ার অভাব মিলিয়ে এই মুহূর্তে টালমাটাল অবস্থা বিরাজ করছে পাকিস্তান ক্রিকেটে। 

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...