আইপিএলে অনিশ্চিত পান্ডিয়া!

হঠাতই অনিশ্চয়তার সুর। আইপিএলের পরের আসরে পান্ডিয়া নেতৃত্ব তো দূরে থাক, খেলতেই পারবেন কিনা, তা নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা কল্পনা। 

বেশ ঘটা করেই হার্দিক পান্ডিয়াকে দলে ফিরিয়েছিল মুম্বাই ইন্ডিয়ানস। শুধু তাই নয়, তাদের ইতিহাসের সেরা অধিনায়ক রোহিত শর্মাকে সরিয়ে নেতৃত্বের ভারও তুলে দিয়েছিল ভারতীয় এ অলরাউন্ডারের কাঁধে। তবে হঠাতই অনিশ্চয়তার সুর। আইপিএলের পরের আসরে নেতৃত্ব তো দূরে থাক, খেলতেই পারবেন কিনা, তা নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা কল্পনা।

বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে বাঁ পায়ের গোড়ালিতে আঘাত পেয়েছিলেন হার্দিক পান্ডিয়া। আর সেই এক আঘাতেই বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। বিশ্বকাপের পর ভারত-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি হার্দিক পান্ডিয়া। দক্ষিণ আফ্রিকা সফরেও নেই তিনি। তবে ধারণা করা হচ্ছিল, আফগানিস্তানের বিপক্ষে সিরিজে দিয়ে ফিরতে পারেন এ অলরাউন্ডার।

কিন্তু এখন পর্যন্ত ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠতে পারেননি তিনি। ভারতের একাধিক গণমাধ্যম জানাচ্ছে, হার্দিক এখনও পুনর্বাসন প্রক্রিয়ার মাঝেই আছেন। এখন পর্যন্ত তাঁর মাঠে ফেরার মতো অবস্থা তৈরি হয়নি। ফলত, আফগানিস্তান সিরিজ তো বটেই, আইপিএলের সিংহভাগ অংশ মিস করতে পারেন এ ক্রিকেটার। যদিও আইপিএল শুরু হতে এখনও মাস চারেক বাকি। দীর্ঘ এ সময়কালে হার্দিক পান্ডিয়া ফুল ফিট হয়েই মাঠে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

এ দিকে হার্দিক পান্ডিয়ার পর মুম্বাই শিবিরে যুক্ত হয়েছে সুরিয়াকুমার যাদবের ইনজুরি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ফিল্ডিং করার সময় গোড়ালিকে হালকা টান অনুভব করেন তিনি। তখন খুব বড় সমস্যা মনে হয়নি। কিন্তু দক্ষিণ আফ্রিকা থেকে ফেরার পর গত সপ্তাহে স্ক্যান করয়েছে তিনি। সেখানেই গ্রেড-২ চোট ধরা পড়ে সুরিয়াকুমারের। ধারণা করা হচ্ছে, অন্তত সাত সপ্তাহের জন্য ছিটকে যেতে পারেন তিনি। কিন্তু পুনর্বাসন শেষ করে, সুরিয়ার আইপিএল তো বটেই, অনিশ্চিত হয়ে পড়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপও।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...