পুত্রের ব্যাটিংয়ে বাবার ছায়া!

বাইশ গজে বাবার প্রতিচ্ছবি— ক্রিকেট ইতিহাস এমন গল্পের সংখ্যা নেহায়েতই কম না। এবার সেই তালিকায় নাম লেখাতে চলেছেন ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের ছেলে সামিত দ্রাবিড়। সাফল্যের সিঁড়ি বেয়ে একদম বাবার মতোই ব্যাট হাতে আলো ছড়াচ্ছেন এ ব্যাটার। 

বাইশ গজে বাবার প্রতিচ্ছবি— ক্রিকেট ইতিহাস এমন গল্পের সংখ্যা নেহায়েতই কম না। এবার সেই তালিকায় নাম লেখাতে চলেছেন ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের ছেলে সামিত দ্রাবিড়। সাফল্যের সিঁড়ি বেয়ে একদম বাবার মতোই ব্যাট হাতে আলো ছড়াচ্ছেন এ ব্যাটার। 

কদিন আগেই কোচবিহার ট্রফিতে নিজের ছেলের খেলা দেখতে সস্ত্রীক বিজেতার সাথে মহীশূরে গিয়েছিলেন রাহুল দ্রাবিড়। বয়সভিত্তিক সে টুর্নামেন্টেই এবার ব্যাট হাতে দুর্দান্ত একটি ইনিংস খেলেছেন সামিত দ্রাবিড়।

কর্ণাটকের হয়ে কোচবিহার ট্রফিতে জম্মু ও কাশ্মীরের বিপক্ষে ৯৮ রানের ইনিংস খেলেছেন দ্রাবিড়পুত্র। এ ইনিংসে খেলার পথে ১৩টি চার ও ১ টি ছক্কা হাঁকিয়েছেন এ ব্যাটার। 

সামিতের এমন ইনিংসে বড় ব্যবধানেই জয় পেয়েছে তাঁর দল কর্ণাটক। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে মাত্র ১৭০ রান তুলতে সক্ষম হয়েছিল জম্মু ও কাশ্মীর। জবাবে পাঁচ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন সামিত। 

কর্ণাটকের ইনিংসে পাঁচে ব্যাট করতে নেমে তিনি কার্তিকেয়া কেপির সঙ্গে চতুর্থ উইকেটে ২৩৩ রান যোগ করেন। কার্তিকিয়া কেপি ১৭৫ বলে ১৬৩ রানের দুরন্ত একটি ইনিংস খেলেন। ১০০ ওভারে ৫ উইকেটে ৪৮০ রানে ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। জম্মু ও কাশ্মীর আবার ব্যাট করতে নামলে ২৮০ রানেই অলআউট হয়ে যায়। ফলত, ইনিংস ও ১৩০ রানের জয় পায় কর্ণাটক। 

সামিত দ্রাবিড়ের বর্তমান বয়স ১৮। কোচবিহার ট্রফিতে যেমন ফর্মে রয়েছেন এ ব্যাটার, তাতে অনূর্ধ্ব-১৯ দলের দুয়ার খুলে যেতে পারে সামিতের। এখন দেখার পালা, বাবার পদচ্ছাপ অঙ্কন করে পুত্র সামিত বাইশ গজের প্রাঙ্গনে কতদূর নিজেকের এগিয়ে নিয়ে যেতে পারেন।

রাহুল দ্রাবিড়ের দুই ছেলেই অবশ্য ক্রিকেটের সঙ্গে যুক্ত। বর্তমানে রাহুল ও বিজেতার বড় ছেলে সামিত কোচ বিহার ট্রফিতে খেলছেন। আর তাঁদের ছোট ছেলে অনভয় অনূর্ধ্ব-১৬ বিজয় মার্চেন্ট ট্রফিতে খেলছেন।

 

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...