গতির ঝড়ে দারুণ অর্জন রউফের

স্রেফ গতি, লাহোরের পাটা উইকেট কোন অস্ত্রই যখন খুব একটা কার্যকর হচ্ছিল না তখন কেবল গতি দিয়েই বাংলাদেশের ব্যাটিং লাইনআপে ধ্বস নামালেন হারিস রউফ।

স্রেফ গতি, লাহোরের পাটা উইকেট কোন অস্ত্রই যখন খুব একটা কার্যকর হচ্ছিল না তখন কেবল গতি দিয়েই বাংলাদেশের ব্যাটিং লাইনআপে ধ্বস নামালেন হারিস রউফ। তাঁর ঘণ্টায় ১৪৫ কিমির বেশি গতিতে ছোঁড়া বলের বিপরীতে কোন জবাব জানা ছিল না নাইম শেখ, তাওহীদ হৃদয়দের।

ইনিংসের অষ্টম ওভারে প্রথমবার আক্রমণে এসেছিলেন হারিস রউফ। নিজের প্রথম ওভারেই নাইম শেখকে বুক উচ্চতায় দেয়া একটি বাউন্সারে পরাস্ত করেন তিনি; পুল খেলতে গিয়ে রউফের হাতেই ক্যাচ দিয়েছিলেন এই বামহাতি। দশম ওভারে আবারো স্কোরবোর্ডে নিজের নাম লেখান এই পেসার।

এবার অবশ্য সরাসরি বোল্ড; তরুণ তাওহীদ হৃদয়ের ব্যাট আর প্যাডের ফাঁক গলে হারিস রউফের বল সোজা গিয়ে আঘাত হানে স্ট্যাম্পে। আর এরি মধ্য দিয়ে নতুন মাইলফলক স্পর্শ করেন তিনি; ক্যারিয়ারে পঞ্চাশ ওয়ানডে উইকেটের মালিক বনে যান এই পেস সেনসেশন।

আর এই কীর্তি গড়তে তাঁর লেগেছে মাত্র ২৭ ইনিংস; যা কি না পাকিস্তানের ইতিহাসের তৃতীয় দ্রুততম। রউফও ছাড়া-ও কিংবদন্তি পেসার ওয়াকার ইউনুস ওয়ানডে ফরম্যাটে পঞ্চাশ উইকেট শিকার করেছিলেন ২৭ ম্যাচে।

মর্যাদাপূর্ণ এই তালিকায় হারিস রউফের উপরে আছেন তাঁরই সতীর্থ শাহীন শাহ আফ্রিদি। রউফের চেয়ে দুই ম্যাচ কম খেলেই শাহীন শাহ পঞ্চাশ ওভারের ফরম্যাটে উইকেটের হাফসেঞ্চুরি করেন। আর সবার উপরে আছেন ২৪ ম্যাচে পঞ্চাশটি ওয়ানডে উইকেট ঝুলিতে পুরে নেয়া হাসান আলী।

তবে ৫০ উইকেট শিকার করেই ক্ষান্ত হননি হারিস। এরপর আরও দু’খানা উইকেট তিনি নিজের করে নিয়েছেন। বাংলাদেশের হাল ধরা মুশফিকুর রহিমকে ফিরিয়েছেন। পরবর্তী বলেই আউট করেছেন তাসকিন আহমেদকে। বাংলাদেশের ব্যাটিং অর্ডার গুড়িয়ে দিয়েছেন তিনি। তার সেই গতির কাছেই পরাস্ত বাংলাদেশের ব্যাটাররা।

চলতি এশিয়া কাপ জুড়েই দারুণ ফর্মে আছেন হারিস রউফ আর শাহীন শাহ আফ্রিদি। টুর্নামেন্টের প্রথম ম্যাচে নেপালের ব্যাটসম্যানরা দাঁড়াতেই পারেনি তাঁদের বিপক্ষে; দুজনে নিয়েছিলেন দুইটি করে উইকেট।

পরের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে আরো ক্ষুরধার রউফ, শাহীন জুটি। ভারতীয় টপ অর্ডারকে একাই গুঁড়িয়ে দেন বাঁ-হাতি শাহীন, অন্যদিকে মিডল অর্ডার ব্যাটারদের ত্রাস ছিলেন হারিস রউফ। সেই ম্যাচে শাহীন শাহ আফ্রিদির চার উইকেটের পাশাপাশি রউফ নিয়েছিলেন আরো তিনটি। সবমিলিয়ে এখন পর্যন্ত রউফ নিয়েছেন নয়টি ও আফ্রিদি নিয়েছেন সাতটি উইকেট।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...