হারিস রউফ ইজ রেডি!

ইনজুরি থেকে ফিরেই জ্বলে উঠেছেন হারিস রউফ।

লম্বা এক অপেক্ষার প্রহর অবশেষে শেষ হল। হারিস রউফ ফিরলেন মাঠে। ইনজুরি থেকে ফিরে মিশ্র এক অভিজ্ঞতাই সঙ্গী হয়েছে তার। পুরনো ফর্মের খানিক ঝলক দেখিয়েছেন বটে। কিন্তু খাপছাড়া বিষয়টি ছিল স্পষ্ট। তবুও প্রায় প্রতি বলেই কাবু করবার চেষ্টা করেছেন ইংল্যান্ডের অভিজ্ঞ সব ব্যাটারদের। দুই দফা সফলতার দেখাও পেয়েছেন।

এবছরের জানুয়ারিতে নিউজিল্যান্ড সিরিজে পাকিস্তানের জার্সিতে শেষ খেলেছিলেন রউফ। তারপর পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মাঠে নেমেছিলেন। তবে মাঝপথে করাচি কিংসের হাসান আলীর ক্যাচ ধরতে গিয়ে কাঁধের ইনজুরিতে পড়েন লাহোর কালান্দার্সের  ডান হাতি এই বোলার।

চিকিৎসকরা জানিয়েছিল তাঁর কাঁধের স্থানচ্যুতি ঘটেছে। তাঁরা আরো জানায় তাঁকে মাঠে ফিরতে কমপক্ষে ছয় সপ্তাহ সময়ের প্রয়োজন। অবশেষে সেই ইনজুরি কাটিয়ে ফিরেছেন হারিস রউফ। বলও করেছেন দারুণ গতিতে। ১৪০ কিলোমিটার প্রতি ঘন্টার উপরেই ছুড়েছেন বল। পাকিস্তানকে যেন দিলেন এক ছটাক স্বস্তি।

পাকিস্তান দলের জন্য হারিস রউফ গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তাইতো তাঁকে আবারো দলে ফিরে পেতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রহর গুণেছে। তাঁরা আসন্ন বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করতে সময় নিয়েছে বেশ। অবশেষে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে হারিস রউফকে সঙ্গে নিয়েই মাঠে নামবে পাকিস্তান।

ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের সিরিজের মধ্যে দিয়ে হারিস রউফ দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটান। প্রথম ওভারে ১৭ রান দিলেও , দ্বিতীয় ওভারে দেন মাত্র একরান আর সেই সাথে তুলে নেন উইল জ্যাকসের গুরুত্বপূর্ণ উইকেট।

তাঁর তৃতীয় ওভারে একটি ছক্কা হাঁকান ইংল্যান্ডের দলপতি জশ বাটলার। চতুর্থ ওভারে সেই বাটলারকেই আউট করেন হারিস রউফ। তাঁর বলে শাদাব খানের হাতে ক্যাচ তুলে দেন বাটলার। এই ম্যাচে তিনি ৪ ওভার হাত ঘুরিয়ে ৮.৫০ ইকোনমিতে খরচ করেন ৩৪ রান। সেই সাথে তুলেন নেন দুইটি গুরুত্বপূর্ণ উইকেট।

হারিস রউফ ইংল্যান্ডের বিপক্ষে প্রতি বলেই যেন জানান দিচ্ছিলেন তাঁর অস্তিত্বের কথা। কেন তাঁর জন্য অপেক্ষা করেছে পাকিস্তান, সেই উত্তরই দিয়ে গিয়েছেন প্রতি বলে। যদিও দীর্ঘদিন মাঠের বাইরে থাকার কারণেই মাঝেমধ্যে বাজে বলও করেছেন। তবে সময়ের সাথে সে পরিস্থিতি বদলে যাবে। আর তাইতো তাঁর সমর্থকদের আশা আসন্ন বিশ্বকাপেও হারিস রউফ একে একে কাবু করবেন প্রতিপক্ষের সব ব্যাটারদের।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...