আলোচনায় ছিলেন আগে থেকেই। কিন্তু, হাসান ইসাখিল এবার জানিয়ে দিলেন — তিনি শুধু মোহাম্মদ নবীর ছেলে নন, নিজেও আফগানিস্তান ক্রিকেটের দ্য নেক্সট বিগ থিঙ!
আফগানিস্তানের আহমদ শাহ আবদালি টুর্নামেন্টে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকেই শতরান করলেন! হিন্দুকুশ স্ট্রাইকার্সের হয়ে খেলতে নেমে দ্বিতীয় ইনিংসে ১২৪ বলে তিন অঙ্ক ছুঁয়ে ফেললেন ১৮ বছরের এই বাঁহাতি ওপেনার। শেষ পর্যন্ত ১৩৮ বলে ১০৫ রান করে ফিরলেন এলবিডব্লু হয়ে। ছিল ১৫টা চার, একটা ছক্কা — ব্যাটিংয়ে ছিল চোখে পড়ার মতো আত্মবিশ্বাস।
প্রথম ইনিংসে অবশ্য থেমেছিলেন মাত্র ২৪ রানে। তাতেও কোনো আড়ষ্টতা দেখা যায়নি ব্যাটিংয়ে। দ্বিতীয় ইনিংসে এলেন, দেখলেন, জুটি গড়লেন উসমান নুরীর সঙ্গে—১৬৮ রানের উদ্বোধনী জুটি—আর সেঞ্চুরি করে বুঝিয়ে দিলেন, তিনি এসেছেন ‘লম্বা ইনিংস’ খেলতেই।
এই হাসানই ২০২৩ সালে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৩২ বলে ফিফটি করেছিলেন, যুব বিশ্বকাপে খেলেছেন, আর টি-টোয়েন্টিতে ৪৫ বলে ১৫০ রানের ইনিংস খেলে তাক লাগিয়েছিলেন।
হাসানের বাবা নবীর প্রথম শ্রেণির ক্যারিয়ারে সেঞ্চুরি আছে কেবল দুটি। ফ্র্যাঞ্চাইজি দুনিয়ার ফেরিওয়ালা নবী কখনওই সাদা পোশাকে মনোযোগী ছিলেন না। ছেলে ইসাখিল সেখানে প্রথম ম্যাচেই করলেন সেঞ্চুরি, তাহলে কি কালক্রমে বাবাকেও ছাড়িয়ে যাবেন তিনি? উত্তরের জন্য সময়ের অপেক্ষা করতেই হচ্ছে।