বিতর্কে নয়, হাসানের মনোযোগ ক্রিকেটে

সাকিব, তামিম, মাশরাফির পর এবার হাসান মাহমুদও মুখ খুলেছেন ক্যামেরার সামনে।

সাক্ষাৎকারের যেন প্রবাহ সৃষ্টি হয়েছে বাংলাদেশ ক্রিকেটে। একের পর এক ক্রিকেটারদের সাক্ষাৎকার ঢেউ হয়ে পড়ছে দর্শকদের মাঝে। সাকিব, তামিম, মাশরাফির পর এবার হাসান মাহমুদও মুখ খুলেছেন ক্যামেরার সামনে। তবে বিতর্ক এড়িয়ে বেশ গুছিয়ে কথা বলেছেন তিনি।

সাম্প্রতিক সব আলোচনা ক্রিকেটারদের প্রভাবিত করছে না বলো শুরুতেই নিশ্চিত করেন এই তরুণ। তিনি বলেন, ‘আমরা শুধু আমাদের রুটিন অনুসরণ করি। দলীয় অনুশীলনগুলো করি। আমার দিক থেকে, আমি এসব নিয়ে কখনো ভাবি না। আমি খেলতে এসেছি, আমি শুধু খেলতে চাই।’

তবে তামিম ইকবালকে বাংলাদেশ দল মিস করবে বলেই মনে করেন এ পেসার। তিনি জানান, ‘তিনি(তামিম) আমাদের অন্যতম সেরা ব্যাটসম্যান। তাঁর না থাকাটা অবশ্য দুশ্চিন্তার ব্যাপার। কিন্তু আমাদের ব্যাটাররা অবশ্যই এই ঘাটতি পূরণ করে ভাল করার চেষ্টা করবে।’

লাল-সবুজের পেস বিভাগ নিয়েও কথা বলেছেন হাসান। তিনি বলেন যে, ‘পেস বোলিং ইউনিট হিসেবে গত এক বছর ধরেই আমরা ভাল করছি। আমরা যত বেশি সময় পারি এটা ধরে রাখব। আমাদের তাসকিন, মুস্তাফিজ আছে যারা অনেকদিন ধরেই খেলছেন। নতুন হিসেবে তাঁদের সঙ্গে কাজ করাটা দারুণ।’

এই ডানহাতি আরো যোগ করেন যে, ‘কিভাবে নতুন বলে বোলিং শুরু করব, কিভাবে শেষ করব এসব নিয়ে আলোচনা করি সবাই। অ্যালান ডোনাল্ডের সাথে মতামত শেয়ার করি। তিনি খুবই ভাল কোচ এবং আমাদের জন্য সহায়ক।’

অভিজ্ঞ মুস্তাফিজের কাছ থেকে শিখছেন জানিয়ে লক্ষ্মীপুরের এই তারকা জানান, ‘মুস্তাফিজ ভাইয়ের অনেক অভিজ্ঞতা আছে। তিনি ভারতে আইপিএল খেলেছেন। আমার অনেক কিছু শেখার আছে তাঁর কাছ থেকে। আমরা চেষ্টা করব একসাথে ভাল কিছু করার।’

হাসান মাহমুদের কথা অবশ্য ভরসা করার মতই, ব্যাটাররা চ্যালেঞ্জিং সংগ্রহ এনে দিতে পারলে এই হাসান, তাসকিনদের নৈপুণ্যে ম্যাচ জিতবে বাংলাদেশ – সেটা অন্তত এখন আশা করাই যায়।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...