এশিয়া কাপে বাংলাদেশের সেরা সুযোগ

অনেক জল্পনা কল্পনার পর ঘোষিত হয়েছে এশিয়া কাপের সূচী। হাইব্রিড মডেলে পাকিস্তান ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করবে ওয়ানডে ফরম্যাটের এই এশিয়া কাপ।ওয়ানডে ফরম্যাটের সবশেষ এশিয়া কাপের রানারআপ বাংলাদেশের জন্য এবারের এশিয়া কাপে সেরা সুযোগ দেখছেন বাংলাদেশ কোচ চান্দিকা হাতুরুসিংহে। হাতুরু মনে করেন, মনে রাখার মত কিছু করার জন্য এবারই সেরা সুযোগ বাংলাদেশের।

অনেক জল্পনা কল্পনার পর ঘোষিত হয়েছে এশিয়া কাপের সূচী। হাইব্রিড মডেলে পাকিস্তান ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করবে ওয়ানডে ফরম্যাটের এই এশিয়া কাপ।

ওয়ানডে ফরম্যাটের সবশেষ এশিয়া কাপের রানারআপ বাংলাদেশের জন্য এবারের এশিয়া কাপে সেরা সুযোগ দেখছেন বাংলাদেশ কোচ চান্দিকা হাতুরুসিংহে। হাতুরু মনে করেন, মনে রাখার মত কিছু করার জন্য এবারই সেরা সুযোগ বাংলাদেশের।

এশিয়া কাপের সূচী অনুযায়ী মূল আয়োজক পাকিস্তানে অনুষ্ঠিত হবে চারটি ম্যাচ। বাদবাকি ম্যাচগুলো হবে শ্রীলঙ্কায়। বরাবরের মতই বাংলাদেশের গ্রুপে আছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান।

২০১৮ সালে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত সবশেষ ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপে ফাইনালে উঠেছিলো বাংলাদেশ। ফাইনালে শেষ বলে গিয়ে ভারতের কাছে শিরোপা হাতছাড়া হয় টাইগারদের।

তবে পাঁচ বছর পর ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপে বাংলাদেশের সেরা সুযোগ দেখছেন বাংলাদেশ হেড কোচ চান্দিকা হাতুরুসিংহে। চলমান আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচের তৃতীয় দিনের খেলা শুরুর আগে ব্রডকাস্টারদের দেয়া এক সাক্ষাৎকারে হাতুরু শোনান এশিয়া কাপ নিয়ে নিজের স্বপ্নের কথা।

হাতুরু বলেন, ‘আমরা এশিয়া কাপের যাত্রা শুরু করেছি৷ বাংলাদেশের বর্তমান দলটা তাদের ইতিহাসের অন্যতম সেরা। এবার আমাদের সামনে দারুণ সুযোগ এমন কিছু করার যা বাংলাদেশ আগে কখনো করেনি। বাকি দল গুলোও ভালোভাবেই প্রস্তুত হয়ে আসবে। কিন্তু আমরা সব আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আসতে চাই।’

সাকিব, মুশফিক, তামিম বাদে বাংলাদেশের ওয়ানডে দলে বর্তমানে পারফর্ম করা বেশির ভাগ খেলোয়াড়েরই অভিষেক হয়েছিলো হাতুরুসিংহের প্রথম মেয়াদে।

নাজমুল হোসেন শান্ত, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, লিটন দাসদের অভিষেক করিয়েছিলেন এই লঙ্কান কোচ। নিজের দ্বিতীয় মেয়াদে এসব ক্রিকেটারের ক্যারিয়ারের অন্যতম সেরা ফর্মে দেখে গর্বের শেষ নেই হাতুরুর।

হাতুরু বলেন, ‘তাদের এভাবে দেখাটা দারুণ প্রশান্তির। কারণ যখন আপনি কাউকে অভিষেক করান তখন আপনাকে অনেক দূর পর্যন্ত চিন্তা করতে হয় এবং অনেক কিছুই ভাবতে হয়। এখন তাদের এভাবে দেখার পর নিজের সিদ্ধান্তগ্রহণ ক্ষমতার ওপর আপনার অনেক বিশ্বাস তৈরি হবে যা দারুণ এক অনুভূতি।’

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...