পুরো টুর্নামেন্টে রাজস্থান ব্যাটিংয়ের বিজ্ঞাপন,তাদের উদ্বোধনী জুটি এবারও জয়ের ভিত গড়ে দিয়েছিল। জয়সওয়াল,বাটলারের পর স্যামসনের ব্যাটে চড়ে ২১৪ রানের পাহাড়ে চড়ে রাজস্থান। তবে পাহাড়ে চাপা পড়েনি টেবিলের তলানির দল হায়দ্রাবাদ। অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠিদের দায়িত্বশীল ব্যাটিংয়ের পর গ্লেন ফিলিপ্স, আব্দুল সামাদদের ক্যামিওতে শেষ বলের নো বল নাটকীয়তায় অবিশ্বাস্য জয় পায় সানরাইজার্স হায়দ্রাবাদ।
জয়পুরে টস জিতে ব্যাট করতে নেমে পুরো টুর্নামেন্ট জুড়ে রাজস্থানের ব্যাটিংয়ের বিজ্ঞাপন যে উদ্বোধনী জুটি তা আরো একবার জ্বলে উঠলো। যশস্বী জয়সওয়াল ও জস বাটলারের ব্যাটে চড়ে আরো একবার উড়ন্ত সূচনা পায় রাজস্থান। ৫৪ রানের উদ্বোধনী জুটি ভাঙে ১৮ বলে ৩৫ রান করে জয়সওয়াল ফিরে গেলে।
তবে জসওয়াল আউট হবার পর যেন হায়দ্রাবাদ বোলারদের শাসন শুরু করেন জস বাটলার ও অধিনায়ক সানজু স্যামসন। এই দুই ব্যাটারের ১৩৮ রানের জুটিতে মূলত ম্যাচ জয়ের ভিত পেয়ে যায় রাজস্থান। মাত্র পাঁচ রানের জন্য বাটলার মিস করেন তাঁর ষষ্ঠ আইপিএল শতক। ৫৯ বলে চার ছক্কা ও দশ চারে ৯৫ রান করে ভুবনেশ্বরের শিকার হন বাটলার।
অন্যপ্রান্তে অধিনায়ক স্যামসনও কম যাননি। ৩৮ বলে পাঁচ ছক্কা ও চার চারে ৬৬ রানে অপরাজিত থেকে রাজস্থানকে এনে দেন ২১৪ রানের বিশাল সংগ্রহ।
২১৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ভালো সূচনা পায় হায়দ্রাবাদও। অমলপ্রিত সিং ও অভিষেক শর্মার উদ্বোধনী জুটিতে হায়দ্রাবাদ পায় ৫১ রান। ২৫ বলে ৩৩ রান করে চাহালের শিকার হন অমলপ্রিত। এরপর সানরাইজার্সকে জয়ের আশা দেখায় অভিষেক ও রাহুল ত্রিপাঠির ৬৫ রানের জুটি। ৩৪ বলে দুই ছক্কা ও পাঁচ চারে ৫৫ রান করে অভিষেক শর্মা অশ্বিনের শিকার হলে আবারো ধাক্কা খায় হায়দ্রাবাদ।
তবে দলকে পথ দেখাচ্ছিলেন রাহুল। ২৯ বলে ৪৭ রান করে তিনিও ফিরে গেলে প্রায় শেষ হয়ে যায় হায়দ্রাবাদের আশা। তবে শেষ দিকে প্রায় অসম্ভব এক পরিস্থিতি থেকে হায়দ্রাবাদকে জয়ের আশা দিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন গ্লেন ফিলিপ্স। সাত বলে ফিলিপ্সের তিন ছক্কায় ২৫ রানের ইনিংসে হায়দ্রাবাদ জয়ের স্বপ্ন দেখছিল। তবে কুলদীপের বলে ১৯ তম ওভারে আউট হন ফিলিপ্সও। এরপর আব্দুল সামাদের সাত বলে ১৫ রানের ক্যামিওতে শেষ বলের নো বল নাটকীয়তায় চার উইকেটের অবিশ্বাস্য জয় পায় হায়দ্রাবাদ।
এই জয়ে দশ ম্যাচে চার জয় নিয়ে টেবিলের তলানিতেই রইলো হায়দ্রাবাদ। আর এই হারে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চারেই রইলো রাজস্থান।