এক বলে ১০টি রান যোগ হয়ে গেল বাংলাদেশের স্কোরবোর্ডে। এর মধ্যে বোলার বল ছোড়ার আগেই যোগ হয় পাঁচ রান।
তবে, দু:খজনক ব্যাপার হল, প্রথম ওভারের পঞ্চম বলে বিনা রানে সাজঘরে ফিরে গেলেন সাদমান ইসলাম। মানে, বোর্ডে এতগুলো রান জমা হলেও তিনি রানের খাতা খোলারই সুযোগ পাননি।
এখন প্রশ্ন হল, কোনো বল না খেলেই কিভাবে ৫ রান পেল বাংলাদেশ? দক্ষিণ আফ্রিকার বিশাল রানের চাপে শুরুতেই বাংলাদেশ পাঁচ রান উপহার দেয়।
আসলে বাংলাদেশ পেনাল্টি থেকে পায় পাঁচ রান। নিজেদের ব্যাটিংয়ের সময় উইকেটের ওপর নিয়ে দৌঁড়ে যান সেনুরান মুত্থুস্বামী। ঘটনা ১৪৪ তম ওভারের। হাসান মাহমুদের বোলিংয়ে রান নিতে গিয়ে উইকেটের মধ্য দিয়ে দৌঁড়ে যান মুত্থুস্বামী।
আম্পায়াররা সতর্ক করলেও তিনি একই কাজ আবার করেন। ফলে বাংলাদেশ পেনাল্টি থেকে পাঁচ রান পায়। বাংলাদেশ ব্যাটিং করতে নামলে সেটা যোগ হয় বাংলাদেশের রানের সাথে।
অন্যদিকে, বোলিংয়ে দ্বিতীয় ডেলিভারিটি ছিল নো বল। ক্যাগিসো রাবাদা ওভার স্টেপিং করেন। লেগ দিয়ে বল বের হয়ে যায়, উইকেটরক্ষক কাইল ভেরেইন বল ধরতে পারেননি। ফলে এখান থেকেও আসে পাঁচ রান।
যদিও, স্রেফ ভাগ্যগুণে পাওয়া ১০ টি অতিরিক্ত রানের এই সৌভাগ্য ধরে রাখতে পারেনি বাংলাদেশ। পঞ্চম বলেই ডাক মেরে ফিরে যান সাদমান ইসলাম। উইকেটের পেছনে ক্যাচ ধরেন সেই ভেরেইন।