বেশ বুদ্ধিদীপ্ত বোলার হাসান মুরাদ। নিজের কাজটা জানেন। প্রতিপক্ষ বুঝে নিজের পরিকল্পনাও সাঁজাতে পারেন।সাদা পোশাক গায়ে দীর্ঘ সময়ের জন্যে পরিকল্পনার ছক কষতেও পটু। তার পরিসংখ্যান অন্তত সেই কথাই বলে। কিন্তু এখনই হয়ত জাতীয় দলে অভিষেক হচ্ছে না তার। আরেকটু অপেক্ষা প্রহর গুণতেই হবে তরুণ মুরাদের।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্কোয়াডে দুইজন বা-হাতি স্পিনার রয়েছেন। একজন হাসান মুরাদ, আরেকজন তাইজুল ইসলাম। ক্যারিবিয়ান দ্বীপে এই দুইজনের মধ্যে একজনই একাদশে সুযোগ পাবেন। তাইজুলই পেতে চলেছেন সে সুযোগ। অভিজ্ঞতার বিচারে তিনি এগিয়ে রয়েছেন বটে।
কিন্তু হাসান মুরাদও তাকে একাদশে সুযোগ দেওয়ার জোর দাবি জানালেন। চারদিনের প্রস্তুতি ম্যাচে দূর্দান্ত বোলিং করেছেন তরুণ এই স্পিনার। ওয়েস্ট ইন্ডিজ একাদশের বিপক্ষে হ্যাট্রিক করেছেন হাসান মুরাদ। যদিও তিনটি উইকেটই ছিল টেল এন্ডার ব্যাটারদের। কিন্তু সেই উইকেট প্রাপ্তিতেও মস্তিষ্কের দারুণ ব্যবহার করেছেন মুরাদ।
প্রথম দুইটি উইকেট ছিল বা-হাতি ব্যাটারের। তৃতীয় উইকেটটি ছিল একজন ডানহাতি ব্যাটারের। কিন্তু তারা প্রত্যেকেই ছিলেন লেজের দিকের ব্যাটার। তাদের বিপক্ষে স্ট্যাম্প বরাবর বল করে যাওয়ার চেষ্টা করেছেন। লেজের দিকের ব্যাটারদের জন্যে সে বলগুলো ভীষণ কার্যকর। তবে সেটুকুতেই ক্ষান্ত থাকেননি মুরাদ।
বা-হাতি ব্যাটারদের বিপক্ষে সহজাত টার্নিং বল করেছেন। একজন লেগ বিফোরের ফাঁদে পড়েছেন, অন্যজন বোল্ড আউট হয়েছেন। তৃতীয় উইকেট প্রাপ্তিতে মুরাদ নিজের বৈচিত্রময় বোলিংয়ের উদাহরণ তুলে ধরেছেন। সোজাসাপ্টা স্ট্যাম্প বরাবর আর্মার ছুড়েছেন। তাতে কুপোকাত হয়েছেন ক্যারিবিয়ান ব্যাটার।
ছোট্ট এই স্পেলই প্রমাণ করে যে বেশ পরিপক্ক বোলার হয়েই তিনি পদার্পণ করতে চলেছেন আন্তর্জাতিক সার্কিটে। সেই প্রস্তুতি ম্যাচে তাইজুল ইসলামও চার ওভার বোলিং করেছেন। তিনি থেকেছেন উইকেটশূন্য। যদিও তাইজুলের প্রস্তুতি ম্যাচে নিজেকে প্রমাণের স্পৃহা ছিল না। তবে মুরাদ নিজের সক্ষমতা প্রমাণের সব সুযোগই যেন কাজে লাগাতে চাইছেন।
ঘরোয়া ক্রিকেটে নিজের আগমনি বার্তা ইতোমধ্যেই দিয়ে ফেলেছেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩১টি ম্যাচ খেলে ফেলেছেন বা-হাতি এই স্পিনার। ১৩৯টি উইকেট রয়েছে তার নামের পাশে। এর মধ্যে ১২ ইনিংসে তিনি পাঁচ বা তার অধিক উইকেট বাগিয়েছেন। তার গড় ২১.৩৪ ও স্ট্রাইকরেট ৪৫.৪। ঘরোয়া ক্রিকেটে বাংলাদেশি বোলারদের মধ্যে বেশ হৃষ্টপুষ্ট পরিসংখ্যানই বলা চলে।
বর্তমানে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফরমারদের একজন হাসান মুরাদ। বেশ কিছুদিন ধরেই তিনি রয়েছেন জাতীয় দলের সাথে। ঘুরে-বেড়াচ্ছেন। কিন্তু এখন অবধি সাদা পোশাকে অভিষেক ঘটেনি মুরাদের। তিনি যেমন অপেক্ষা রয়েছেন, তেমনি আন্তর্জাতিক সার্কিটে তার বোলিং দেখবার আগ্রহ রয়েছে দর্শকদের মাঝে। কিন্তু অপেক্ষার প্রহর যে ফুরায় না!