সমালোচিত হার্দিকের অধিনায়কত্ব

বিশ ওভারের বিশ্বকাপ ব্যর্থতার পর থেকেই রোহিত শর্মার নেতৃত্ব প্রশ্নবিদ্ধ হয়েছে বিভিন্ন মহলে। ভারতীয় সমর্থক থেকে সাবেক ক্রিকেটাররাও রোহিতের অধিনায়কত্বের সমালোচনা করছেন। সব মিলিয়ে ভারতীয় ক্রিকেটে একটা পরিবর্তনের বার্তা পাওয়া যাচ্ছে। এইতো বিশ্বকাপ মিশনের পরপরই নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের কথাই ধরুন। এই সিরিজে দলের ভারপ্রাপ্ত অধিনায়ক হার্দিক পান্ডিয়া।

বিশ ওভারের বিশ্বকাপ ব্যর্থতার পর থেকেই রোহিত শর্মার নেতৃত্ব প্রশ্নবিদ্ধ হয়েছে বিভিন্ন মহলে। ভারতীয় সমর্থক থেকে সাবেক ক্রিকেটাররাও রোহিতের অধিনায়কত্বের সমালোচনা করছেন। সব মিলিয়ে ভারতীয় ক্রিকেটে একটা পরিবর্তনের বার্তা পাওয়া যাচ্ছে। এইতো বিশ্বকাপ মিশনের পরপরই নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের কথাই ধরুন। এই সিরিজে দলের ভারপ্রাপ্ত অধিনায়কত্ব হার্দিক পান্ডিয়া।

দলের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা, সহ-অধিনায়ক লোকেশ রাহুল এবং সাবেক অধিনায়ক বিরাট কোহলিসহ আরও বেশ কিছু খেলোয়াড়দের বিশ্রাম দিয়েছে ক্রিকেট বোর্ড। তবে বিশ্রামের ছুটির নেপথ্যে হার্দিকের জন্য নেতৃত্বগুণ প্রমাণের বিশাল এক সুযোগ হিসেবে দেখছেন অনেকে।

তাছাড়া সাবেক ভারতীয় ওপেনার কৃষ্ণামাচারী শ্রীকান্ত, সাবেক পেস বোলার অতুল ওয়াসান, দলের সাবেক কোচ রবি শাস্ত্রীসহ অনেক সাবেকদের মতেই রোহিতকে সরিয়ে টি-টোয়েন্টির অধিনায়কত্বটা এবার হার্দিক পান্ডিয়াকে অর্পণ করা উচিত।

পাকিস্তান ও ভারত দুইদেশের কোন ইস্যুতে এই দুই দেশের সাবেকরাই সমানতালে আলোচনায় সামিল হন। এবার রোহিত শর্মা ইস্যুতে কথা বললেন সাবেক পাকিস্তানী ক্রিকেটার সালমান বাটও। অবশ্য বাকিদের চেয়ে কিছুটা ভিন্ন মত পোষণ করতে দেখা গেল তাঁকে। 

অভিজ্ঞ পাকিস্তানি এই ক্রিকেটার বিশ্বাস করেন টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার জেরে রোহিত শর্মাকে ভারতের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়া উচিত নয়।

হার্দিক পান্ডিয়াকে অধিনায়কত্ব দেয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি জানিনা কারা তাঁকে অধিনায়ক হিসেবে দেখছে। মানছি তাঁর প্রতিভা আছে এবং আইপিএলে তিনি অধিনায়ক হিসেবে সাফল্যের স্বাদ পেয়েছেন। কিন্তু সেই হিসেবে রোহিত শর্মাও তো আইপিএলে পাঁচ থেকে ছয়বার সফল হয়েছেন। যদি তিনি এই টুর্নামেন্টে ব্যাট হাতে ভাল রান পেতেন। লোকেরা তখন তাঁকে পরিবর্তন করার বিষয়ে কথা বলত না।’

এই যে ব্যর্থতার জেরে দায়িত্ব কেড়ে নেয়ার যে উপমহাদেশীয় ক্রিকেটীয় সংস্কৃতি তৈরি হয়েছে এই প্রসঙ্গে তিনি বলেন, ‘এশীয় উপমহাদেশের লোকেরা খুব শীঘ্রই এই ধরনের কঠোর এবং বড় পরিবর্তনের কথা বলতে শুরু করে। তবে এদের বেশিরভাগই সম্ভবত বুঝতে পারে না যে, এই ব্যাপারগুলি কীভাবে কাজ করে। তাই কোন ছুঁতোয় তাঁরা মতামত দিয়ে দেয় যে ক্যাপ্টেন পরিবর্তন কর।’

সালমান বাট আরও বলেন, ‘বিশ্বকাপে তো বারোটি দল অংশগ্রহণ করেছে। বারোটি দলেরই বারোজন অধিনায়ক ছিল কিন্তু শিরোপা তো কেবল একজনই জিততে পারে। তাঁর অর্থ তো এই নয় যে বাকী এগারোজনকে প্রতিস্থাপন করে দিতে হবে।’

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...