শুধু রিঙ্কুর জন্যই ভারতের খেলা দেখেন আন্দ্রে রাসেল

অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে নজর কাড়ছেন রিঙ্কু সিং। আর তাতে সতীর্থের এমন দারুণ ফর্মে বেশ খুশিই হয়েছেন আন্দ্রে রাসেল। ক্যারিবিয়ান এ ক্রিকেটার নাকি শুধু রিঙ্কুর খেলা দেখার জন্যই টেলিভিশনের পর্দায় ভারতের ম্যাচে নজর রাখছেন।   

আন্দ্রে রাসেল আর রিঙ্কু সিং, আইপিএলে এ দুই ক্রিকেটারকেই মাঠ মাতাতে দেখা যায় কলকাতা নাইট রাইডার্সের হয়ে। রিঙ্কু সিংকে তাই খুব কাছ থেকে দেখেছেন ক্যারিবিয়ান পাওয়ার হিটার আন্দ্রে রাসেল।

আন্তর্জাতিক ক্রিকেটে এ বছরেই পা পড়েছে রিঙ্কু সিংয়ের। ভারতের জার্সি গায়ে প্রতিনিধিত্বের সুযোগ পেয়ে দারুণ ভাবেই কাজে লাগাচ্ছেন এ ক্রিকেটার।

অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে নজর কাড়ছেন রিঙ্কু সিং। আর তাতে সতীর্থের এমন দারুণ ফর্মে বেশ খুশিই হয়েছেন আন্দ্রে রাসেল। ক্যারিবিয়ান এ ক্রিকেটার নাকি শুধু রিঙ্কুর খেলা দেখার জন্যই টেলিভিশনের পর্দায় ভারতের ম্যাচে নজর রাখছেন।

তবে রিঙ্কু সিং যেভাবে পারফর্ম করছেন তাতে মোটেও বিস্মিত নন রাসেল। তাঁর মতে, রিঙ্কুর বিধ্বংসী সব ইনিংস খেলার সামর্থ্য রয়েছে।

এ নিয়ে ভারতের এক সংবাদ মাধ্যমকে দেওয়া রাসেল বলেন, ‘রিঙ্কু সিং যে ভাবে খেলছে তাতে আমি বিস্মিত নই। কেকেআরে নেট প্র্যাকটিসে ওকে আমি কাছ থেকে দেখেছি। ওর মধ্যে প্রচুর সম্ভাবনা দেখতে পাই। ওর হাতে বড় শট খেলার সক্ষমতা, সামর্থ্য দুটোই আছে। আমি ভারত-অস্ট্রেলিয়া সিরিজ দেখছি। যদি কোনো কারণে সরাসরি দেখতে না পারি তখন হাইলাইটস দেখি, তাও কেবল রিঙ্কু সিংয়ের জন্য।’

বিশাখাপত্তনমে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে রিঙ্কুর ১৪ বলে ২২ রানের ইনিংসেই শেষ বলের রোমাঞ্চে ম্যাচ জিতেছিল টিম ইন্ডিয়া। এরপর দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাত্র ৯ বলে খেলেছিলেন অপরাজিত ৩১ রানের ইনিংস। আর তাতে ২৩৫ রানের পাহাড়সম সংগ্রহের দেখা পেয়েছিল ভারত।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...