তাঁর গ্রেটনেস গাঁথা আছে হৃদয়ে!

রাউল গঞ্জালেসের জন্য আমার রিয়াল মাদ্রিদ প্রেমের শুরু, ইকার ক্যাসিয়াসের জন্য সেই প্রেম আজীবনের জন্য পোক্ত।

ক্যাসিয়াস মানে আমার কাছে টইটম্বুর আবেগ-ভালোবাসা, ক্যাসিয়াস মানে রোমাঞ্চের দোলা, ক্যাসিয়াস মানে শুদ্ধতা, ক্যাসিয়াস মানে ভরসা-আস্থা, ক্যাসিয়াস মানেই হয়তো ফুটবল। কিংবা আসলে এসবও কিছু নয় – সত্যি বলতে, একজন ক্যাসিয়াসকে ব্যাখ্যা করা বা শব্দে ধারণ করা আমার জন্য কঠিন!

আমার রিয়াল মাদ্রিদ প্রেমের শুরু আর ক্যাসিয়ারের ক্যারিয়ার শুরু প্রায় কাছাকাছি সময়ে। আমাদের যুব দল মাতিয়ে মূল দলে উঠে আসা, বয়সের রেকর্ড গড়ে চ্যাম্পিয়ন্স লিগ জয় করে এগিয়ে চলা, দ্রুতই ওই তিন কাঠির সামনে দলের নির্ভরতার প্রতীক হয়ে ওঠা, প্রতিভা আর সম্ভাবনার ঝিলিকগুলোকে পারফরম্যান্সের পূর্ণতায় আলোর নিয়ত জোয়ারে রূপ দেওয়া… ক্রমে একজন ‘সন্ত’ ক্যাসিয়াস হয়ে ওঠা, তার সঙ্গে এই দীর্ঘ পথচলা ছিল যেন এক স্বপ্নময় ভ্রমণ।

ক্লাব ও দেশের হয়ে এত এত ট্রফি জয়, ব্যক্তিগত অসংখ্য অর্জন-রেকর্ড-কীর্তি, এসব স্বাক্ষ্য দেবে তার গ্রেটনেসের। আমাদের মতো ভক্তদের কাছে তাঁর গ্রেটনেস গাঁথা আছে হৃদয়ে! ওই যে, শুরুতেই বলেছি, রোমাঞ্চের দুলুুনি! গোলের খেলা ফুটবলে গোল বাঁচানো একজনের প্রতি বছরের পর বছর এভাবে বুঁদ হয়ে থাকা – এখানেই তার বিশালত্ব, এখানেই শ্রেষ্ঠত্ব।

তার অবিশ্বাস্য সব সেভ, ম্যাচ বাঁচানোর (আসলে জেতানোর) একেকটি রুদ্ধশ্বাস মুহূর্ত, হাত বাড়িয়ে তার নিখুঁত আর লম্বা সব ডেলিভারি, মাঠে তার চোখধাঁধানো বিচরণ, স্থিতধি আচরণ – প্রবল আভিজাত্যপূর্ণ হয়েও যেন আমাদের খুব আপন, অসাধারণ ব্যক্তিত্বের ছটা – সবকিছু মিলিয়ে স্রেফ একজন গোলকিপার বা ফুটবলার ছাপিয়ে ক্যাসিয়াস যেন একটা ফুটবল আকাশ – আমাদের হৃদয়ে আঁকা আছে সেই মুগ্ধতা জাগানিয়া আকাশের ছবি।

আজ তিনি ঘোষণা দিলেন, আর কখনও সামলাবেন না গোলবার – হৃদয়ের ছবিটা তাতে তরতাজা হয়ে উঠল আরও। যদিও ৫ বছর আগেই বিদায় একরকম হয়ে গেছে, তবু চাইলে টুকটাক দেখতে পারতাম এতদিন, এখন থেকে মাঠের ভেতরে আর দেখা যাবে না একদমই। স্মৃতিগুলোয় যখন ফিরে তাকাব, মনের আঙিনায় প্রতিবারই বয়ে যাবে ফুরফুরে বাতাস – ভালো লাগায় সিক্ত হবো।

সবকিছুর জন্য, একদম সবকিছুর জন্যই, ধন্যবাদ ও কৃতজ্ঞতা – প্রিয় সন্ত!

– ফেসবুক থেকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link