Social Media

Light
Dark

অধিনায়কত্বের দুয়ার ও ইমাদের অপেক্ষা

সাদা বলের ক্রিকেটে পাকিস্তানের হয়ে নিয়মিত খেলেছেন অভিজ্ঞ স্পিনার ইমাদ ওয়াসিম। ছিলেন পাকিস্তানের ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলেও। নিয়মিতই পারফর্ম করা এই বোলারকে তাই অনেকেই দেখছিলেন সাদা বলে বাবর আজমের যোগ্য ডেপুটি হিসেবে। কিন্তু গত নিউজিল্যান্ড সিরিজের আগে সেই বিষয়ে আলোচনা হলেও শাদাব খানকেই সহ-অধিনায়কের দায়িত্ব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

শুধু ইমাদই নয়, শাহিদ আফ্রিদি, শান মাসুদরাও ছিলেন সহ অধিনায়ক হবার আলোচনায়। তবে নেতৃত্বদানের এই ভূমিকা নিয়ে খুব একটা ভাবেন না বাঁহাতি এই স্পিনার। তিনি মনে করেন, দলে জায়গা পাওয়া কিংবা সহ-অধিনায়কত্ব, কোনোটাই তাঁর হাতে নেই। তাই তিনি শুধু ভাবতে চান পারফরম্যান্স নিয়েই।

ক্রিকেট পাকিস্তানকে দেয়া এক সাক্ষাৎকারে ইমাদ বলেন, ‘যে জিনিস আমি নিয়ন্ত্রণ করতে পারব তাই শুধু আমার নিয়ন্ত্রণ করা উচিত। যে বিষয়টি আমার হাতে নেই তা নিয়ে ভাবা উচিত না। দল নির্বাচন কিংবা অধিনায়কত্ব কোনোটাই আমার নিয়ন্ত্রণে না। তাই আমি এসব বিষয়ে আসলেই ভাবি না। আমি প্রতিদিন নিজের জীবনকে উপভোগ করছি।’

ইমাদ আরো বলেন, ‘সবচেয়ে বড় কথা হলো পাকিস্তানের হয়ে খেলাটাতেই আমি গর্ববোধ করি। ঘরোয়া লিগ কিংবা জাতীয় দল, আমি সব জায়গায় নিজের আবেগ দিয়ে খেলি। আবেগ গুরুত্বপূর্ণ কিন্তু গর্ববোধ আর সম্মান আরো বেশি গুরুত্বপূর্ণ। তাই আমি এটা সবসময় মাথায় রাখি।’

বিশ্বকাপ দলে জায়গা পাওয়া না পাওয়া নিয়েও খুব বেশি চিন্তা করতে চান না ইমাদ। জানান, নির্বাচকরা যে সিদ্ধান্ত নেবেন সেটিই মেনে নেবেন তিনি।

৩৪ বছর বয়সী এই অলরাউন্ডার বলেন, ‘সত্যি কথা বলতে বিশ্বকাপের দলে থাকা না থাকা নিয়ে আমার মধ্যে অস্থিরতা কাজ করছে না, আমি এটা নুয়ে খুব বেশি ভাবছিও না। এটা খুবই সহজ, তারা যেটা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। যাই হোক না কেন, আমি তখন প্রস্তুত থাকব। পাকিস্তানকে প্রতিনিধিত্ব করার চেয়ে বড় কিছু নেই। যদি তেমন কিছু হয় তাহলে আমি স্বাগত জানাব। তবে সত্যি কথা বলতে, আমি দলে থাকা নিয়ে খুব বেশি ভাবছি না। কারণ এটা এমন এই জিনিস যা আমার নিয়ন্ত্রণে নেই।’

পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত ৫৫ ওয়ানডে খেলেছেন ইমাদ। ৫৩ ইনিংসে বল করে ৪৪ উইকেট নিয়েছেন ৪.৮৮ ইকোনমিতে। ৪৪ উইকেটের পাশাপাশি করেছেন প্রায় এক হাজারের মত রান।

পাকিস্তান দলে শাদাব ও মোহাম্মদ নাওয়াজের কারণে সম্প্রতি দলে কিছুটা অনিয়মিত হয়ে পড়েছেন ইমাদ। তবে তৃতীয় স্পিনার হিসেবে পাকিস্তান কাউকে বিবেচনা করলে বিশ্বকাপ দলের বিবেচনায় আসতে পারেন ইমাদও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link