ভারতের বিশ্বকাপ জয়ের পথে আরেক বাধা ‘অধিক আত্মবিশ্বাস’

১৯৮৩ বিশ্বকাপের পর ২০১১। এরপর পেরিয়ে গিয়েছে ১২ টা বছর। আবারো বিশ্বকাপ জয়ের হাতছানি ভারতের সামনে। তার জন্য বাধা টপকাতে হবে আর দুই প্রতিপক্ষকে। তাহলেই তৃতীয় বারের মতো ওয়ানডে ক্রিকেটের শ্রেষ্ঠত্বের আসনে বসবে ভারত।

রোহিত শর্মার দল যেভাবে রাউন্ড রবিন লিগের নয়টা ম্যাচই জিতে উড়ছে, ভারতীয় সমর্থকরা ভেবেই বসেছে যে, এবারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে যাচ্ছে ভারত। তবে অধিক আত্মবিশ্বাসী কিংবা প্রত্যাশার সীমা ছাড়িয়ে গেলে যে হিতে বিপরীত হতে পারে, সেটিই এবার জানালেন ভারতের সাবেক ক্রিকেটার সৈয়দ কিরমানী।

১৯৮৩ বিশ্বকাপজয়ী এ ক্রিকেটার মনে করেন, ভারতের এই দুর্দান্ত যাত্রাতে ধাক্কা আসতে পারে যেকোনো সময়ই। তাই প্রতিটি ম্যাচ ধরেই বিশ্বজয়ের পথে এগোনো উচিৎ ভারতের। এ নিয়ে তিনি এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘ভারত যেভাবে খেলছে, এক কথায় দুর্দান্ত। ১৯৮৩ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ যেভাবে খেলেছিল, ঠিক তেমন আধিপত্য বিস্তার করেই এবার খেলছে টিম ইন্ডিয়া।’

তিনি আরো যুক্ত করে বলেন, ‘কেউ ভাবতেই পারছেনা এই ভারত এবারে হারতে পারে। আমিও আশাবাদী এবারের বিশ্বকাপ জেতার ব্যাপারে। কিন্তু বৈশ্বিক আসরগুলোতে কখন কী হয়, সেটি কারো হাতে থাকে না। নক আউট পর্বে যে কেউ চমক দেখাতে পারে। দুটি ম্যাচের ব্যাপার মাত্র। এই পর্বে যে দল প্রভাব বিস্তার করতে পারবে, তারাই বিশ্বকাপ জিতবে।’

এরপর ১৯৮৩ বিশ্বকাপের স্মৃতি টেনে সৈয়দ কিরমানী বলেন, ‘সেবার ওয়েস্ট ইন্ডিজ আমাদের পাত্তাই দেয়নি। ওরা ধরেই নিয়েছিল, সে বারের বিশ্বকাপও তাঁরা জিতবে। তাছাড়া কপিল দেবের দলটা সেই বিশ্বকাপে আন্ডারডগ হিসেবেই গিয়েছিল। কিন্তু আমরা গ্রুপ পর্বের শুরুর ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে চমক দেখিয়েছিলাম। এরপর অস্ট্রেলিয়াকে হারিয়েছিলাম। সেমিতে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে গিয়েছিলাম। এরপরের ইতিহাসটা সবার জানা। সবাইকে বিস্ময়ে ভাসিয়ে ফাইনালে আমরা ১৮৩ রানের পুঁজি নিয়েও ৪৩ রানের জয় পাই।’

 

 

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link