ভারতের মাটি ব্যাটসম্যান তৈরির উর্বর ভূমি। দেশটি প্রায় শত বছর ধরে একের পর এক আন্তর্জাতিক মানের ব্যাটসম্যান তৈরি করে যাচ্ছে। ক্রিকেট বিশ্ব তাঁর সেরা ব্যাটসম্যানদের দেখেছে ভারতের নীল জার্সিতেই।
নানা সময়ে ভারতের অনেক ব্যাটসম্যানই আইসিসি র্যাংকিংয়ে সবার উপরে জায়গা করে নিয়েছেন। তবে মর্যাদাপূর্ণ টেস্ট ক্রিকেটে ভারতের মোট জন ব্যাটসম্যান পৌছেছেন আইসিসি র্যাংকিং এর এক নম্বর পজিশনে। তাঁদের নিয়েই এবারের আয়োজন।
- গুন্ডাপ্পা বিশ্বনাথ
ব্যাট হাতে যেনো এক শিল্পী ছিলেন গুন্ডাপ্পা বিশ্বনাথ। মনে হয় ক্রিকেট মাঠে লেট কাট ও কব্জির কারুকাজ দিয়ে তাঁর মাস্টারপিসটা আঁকছেন। ১৯৭০-৭৫ সালে ভারতের হয়ে ধারাবাহিক ভাবে রান করে গেছেন। ফলে দেশটির প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটের এক নম্বর পজিশনে এসেছিলেন গুন্ডাপ্পা বিশ্বনাথ। ভারতের হয়ে মোট ৯১ টি টেস্ট খেলেছেন তিনি। সেখানে ৪১.৯৩ গড়ে করেছেন ৬০৮০ রান।
- সুনীল গাভাস্কার
ভারতের ক্রিকেটে ব্যাটিং এর সংজ্ঞাই পালটে দিয়েছিলেন সুনীল গাভাস্কার। গুন্ডাপ্পা বিশ্বনাথের পর ভারতের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে আইসিসি টেস্ট র্যাংকিং এর এক নম্বর ব্যাটসম্যান হয়েছিলেন তিনি। ১৯৭৯ সালে তিনি এই কৃতিত্ব অর্জন করেন। ভারতে হয়ে খেলা ১২৫ টেস্টে রানের পর রান করে গেছেন। টেস্ট ক্রিকেটে ৫১.১২ গড়ে তাঁর ঝুলিতে আছে ১০১২২ রান।
- দিলীপ ভেঙসরকার
১৯৮৩ বিশ্বকাপ জয়ী দলে অন্যতম নায়ক ছিলেন দিলীপ ভেঙসরকার। এরপরের চার বছর টেস্ট ক্রিকেটে রানের পর রান করে গেছেন এই ব্যাটার। ১৯৮৮ সালে এর পুরস্কার হিসেবে ৮৩৭ রেটিং পয়েন্ট নিয়ে হয়েছিলেন টেস্টের সেরা ব্যাটসম্যান। সবমিলিয়ে ১১৬ টেস্টে এই ব্যাটসম্যানের ঝুলিতে আছে ৬৮৬৮ রান।
- শচীন টেন্ডুলকার
ভারত ও বিশ্ব ক্রিকেটের ইতিহাসে সফলতম ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। টেস্ট ও ওয়ানডে দুই ফরম্যাটেই করেছেন হাজার হাজার রান। শচীন তাঁর ক্যারিয়ারে কয়েকবারই এক নম্বর পজিশন দখল করেছিলেন। তবে সর্বশেষ ২০১১ সালে তাঁর ক্যারিয়ারের একদম শেষ প্রান্তে এসেও এই কীর্তি করেন শচীন। এছাড়া ২০০ টেস্টে এই ব্যাটসম্যানের ঝুলিতে আছে ১৫৯২১ রান।
- রাহুল দ্রাবিড়
টেস্ট ক্রিকেটে ভারতের অন্যতম সফল ব্যাটসম্যান রাহুল দ্রাবিড়। ভারতের এই ব্যাটসম্যান পরিচিত ছিলেন দ্য ওয়াল নামে। তিনিও তাঁর ক্যারিয়ারে কয়েকবার টেস্টের সেরা ব্যাটসম্যান হয়েছেন। তবে তাঁর সর্বোচ্চ রেটিং ছিল ৮৯২ পয়েন্ট। ১৬৪ টেস্ট ম্যাচে তাঁর ঝুলিতে আছে ১৩২৮৮ রান। টেস্ট ক্রিকেটে তাঁর ৩৬ টি সেঞ্চুরিও আছে।
- গৌতম গম্ভীর
টেস্ট ক্রিকেটে ভারতের অন্যতম সেরা ওপেনার ছিলেন গৌতম গম্ভীর। বীরেন্দ্র শেবাগ আর তিনি ভারতের সেরা ওপেনিং জুটি হিসেবে গড়ে উঠেছিলেন। ২০০৯ সালে টেস্ট ক্রিকেটে দারুণ ফর্মে ছিলেন তিনি। তখনই আইসিসি র্যাংকিং এর শীর্ষে উঠে আসেন এই ব্যাটসম্যান। ৫৮ টেস্টে তাঁর ঝুলিতে আছে ৪১৫৪ রান।
- বীরেন্দ্র শেবাগ
ভারতের অন্যতম সেরা এই ওপেনার দেশটির হয়ে প্রথম বারের মত ট্রিপল সেঞ্চুরির দেখা পেয়েছিলেন। ক্যারিয়ারে দুইবার এই কীর্তি করেন শেবাগ। ২০১০ সালে টেস্ট ক্রিকেটে আইসিসি র্যাংকিং এর শীর্ষে উঠে আসেন বিধ্বংসী এই ওপেনার। ক্যারিয়ারে সর্বোচ ৮৬৬ রেটিং পয়েন্ট ছিল এই ব্যাটসম্যানের। ভারতের হয়ে ১০৪ টেস্টে তাঁর ঝুলিতে আছে ৮৫৮৬ রান।
- বিরাট কোহলি
এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটেরই অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। এছাড়া তিন ফরম্যাটেই এমন ধারবাহিক পারফর্মেন্স বোধহয় ক্রিকেট বিশ্ব আর কখনো দেখেনি। ভারতের বর্তমান এই অধিনায়ক দেশটির হয়ে দিনের পর দিন রান করে যাচ্ছেন। ৯৩৪ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট ক্রিকেটে আইসিসি র্যাংকিংয়ের সেরা হয়েছিলেন এই ব্যাটসম্যান। এটিই কোনো ভারতীয় ব্যাটসম্যানের সেরা রেটিং পয়েন্ট। এখন অবধি ৯২ টেস্ট খেলে ৫২.০৪ গড়ে করেছেন ৭৫৪৭ রান।