পেলের কফিনের সামনে সেলফি; কাঠগড়ায় ফিফা সভাপতি

ফুটবলের রাজা চলে গিয়েছেন পৃথিবী ছেড়ে। শোকে স্তব্ধ পুরো ফুটবল বিশ্ব। পেলের শেষকৃত্যে তাই পেলেকে শ্রদ্ধা জানাতে ছুটে এসেছিলেন সাবেক, বর্তমান ফুটবলার থেকে শুরু করে ফুটবল প্রশাসনের সাথে জড়িত অনেকেই। তবে পেলের শেষকৃত্যে এসেও অদ্ভুত এক কাণ্ড করলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

পেলেকে শ্রদ্ধা জানাতে তাঁর মরদেহ নেয়া হয়েছিল সান্তোসের মাঠ ভিলা বেলমিরোতে। প্রফেশনাল ক্যারিয়ারের প্রায় পুরোটা সময়ই পেলে খেলেছেন সান্তোসের হয়ে। মারা যাবার আগেও পেলে বলে গিয়েছিলেন, মৃত্যুর পর তাকে যেন সান্তোসের মাঠে নিয়ে যাওয়া হয়।

তাই সান্তোসের মাঠ ভিলা বেলমিরোতে রাখা হয়েছিল পেলের মরদেহ। পেলেকে শেষবার দেখার জন্য কফিনের ঢাকনা খোলা রাখা হয়েছিল। সেই খোলা কফিনের সামনে মুঠোফোনে সেলফি তুলে আলোচনার জন্ম দিয়েছেন ইনফান্তিনো।

ইনফান্তিনোর সেলফি তোলার সেই ছবি আলোচনার ঝড় তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর আগে কাতার বিশ্বকাপের ফাইনালের পুরষ্কার বিতরণী মঞ্চে মেসিকে ধরে ট্রফির কাছে নিয়ে গিয়েছিলেন ইনফান্তিনো। ওই ঘটনা নিয়েও ইনফান্তিনোর বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে। এবার পেলের কফিনের সামনে সেলফি তুলে এক মাসেরও কম সময়ের ব্যবধানে আবারো সমালোচিত ফিফা সভাপতি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ছেয়ে গেছে তাঁর সমালোচনায়। এক জনৈক ব্যক্তি মন্তব্য করেন, ‘ইনফান্তিনো আবারও! হায় ঈশ্বর, কি সমস্যা তাঁর।’

যদিও সেলফি তোলা নিয়ে এতটা সমালোচনার শিকার হতে হবে তা ভাবেননি ইনফান্তিনো। এমন কান্ডের ব্যাখ্যাও দিয়েছেন ফিফা সভাপতি, ‘সেলফি ও ছবি তোলার কারণে সমালোচনা হচ্ছে আমাকে নিয়ে এটি জানার পর মর্মাহত হয়েছি। পেলের সতীর্থরা অনুরোধ করেছিল সবাইকে সাথে নিয়ে যেন একটি সেলফি তুলি। তাদের সাহায্য করার জন্য যদি সমালোচনার শিকার হতে হয় তা আমি সানন্দে মাথা পেতে নিচ্ছি। পেলের প্রতি আমার সম্মান ও ভালোবাসা বিশাল। তাই অসম্মান হয় এমন কিছু আমি কখনোই করব না।’

সান্তোসের মাঠ থেকে পেলের মরদেহ নেকরোপোল একিউমেনিকা সমাধিস্থলে সামহিত করা হয়। এর আগে ৮২ বছর বয়সে গত ২৯ ডিসেম্বর পৃথিবীকে বিদায় জানান ফুটবলের রাজা পেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link