ভাঙনের সুর জেগেছে পাঞ্জাব কিংসের মালিকদের মধ্যে; সুপারস্টার প্রীতি জিনতার দল হিসেবে পরিচিত হলেও পাঞ্জাব কিংসের মালিকানায় আছেন বেশ কয়েকজনের। অবশ্য সবার মধ্যে মোহিত বর্মনের অংশই সবচেয়ে বেশি, প্রায় অর্ধেক শেয়ারের মালিক তিনি। তাঁর বিরুদ্ধেই মূলত অভিযোগ উঠেছে, দাবি করা হচ্ছে চুক্তি বহির্ভূতভাবে শেয়ারের নির্দিষ্ট একটা অংশ বিক্রি করার চেষ্টা করছেন মোহিত।
আর এই অভিযোগ নিয়ে ইতোমধ্যে হাইকোর্টের আশ্রয় নিয়েছেন প্রীতি জিনতা। ফ্রাঞ্চাইজির শেয়ার বিক্রিতে নিষেধাজ্ঞা প্রদানের জন্য কোর্টের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি। দ্রুতই এই বিষয়ে শুনানি হবে, আপাতত সেটার অপেক্ষায় আছে পুরো পাঞ্জাব পরিবার।
চুক্তি অনুযায়ী, শেয়ার বিক্রি করতে চাইলে অবশ্যই বর্তমান মালিকদের কাছে আগে প্রস্তাব দিতে হবে এবং সিদ্ধান্ত জানানোর জন্য নির্দিষ্ট সময় দিতে হবে। এই সময়ের মধ্যে কেউই কিনতে আগ্রহী না হলে তখন বাইরের কারো কাছে চাইলে বিক্রি করা যাবে। কিন্তু মোহিত বর্মন অন্যান্য মালিকদের সঙ্গে যোগাযোগ না করেই উল্লেখযোগ্য একটা অংশ বিক্রি করতে চাচ্ছেন।
জানা গিয়েছে, দশ শতাংশের বেশি শেয়ার বিক্রয় করতে দৌড় ঝাঁপ করছেন বর্মন; বর্তমান বাজারমূল্য অনুযায়ী এর দাম পড়বে প্রায় ৫৬০-৬০০ কোটি রুপি। সেজন্যই মূলত পুরো ব্যাপারটি এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সবার জন্য।
যদিও মোহিত বর্মন অভিযোগ অস্বীকার করেছেন। সরাসরি জানিয়েছেন শেয়ার বিক্রয়ের কোন ইচ্ছে বা পরিকল্পনা নেই তাঁর। এমতাবস্থায় পাঞ্জাবের মালিকদের মাঝে সম্প্রীতির বন্ধন নেই সেটা স্পষ্ট হয়ে উঠেছে।
তবে এতকিছুর মাঝেও প্রীতি জিনতা গণমাধ্যমের সামনে মুখ খোলেননি, আরেক প্রভাবশালী মালিক নেস ওয়াদিয়াও কিছু জানাননি কাউকে। সামনেই ২০২৫ আইপিএলের আনুষ্ঠানিক তোড়জোড় শুরু হবে, মেগা নিলামের খুব বেশি সময় বাকি নেই। এমন সময়ে এই পরিস্থিতি একদমই স্বস্তি দিচ্ছে না সমর্থকদের।