পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম উল হক হার্ট অ্যাটাক করে লাহোরের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সফল ভাবে অ্যানজিওপ্লাস্টি করানোর পর আজ হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিন। গত তিন ধরেই বুকের ব্যথা নিয়ে অস্বস্তিতে ভুগছিলেন পাকিস্তানের সাবেক এই ব্যাটসম্যান।
বুকের ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর গভীর পর্যবেক্ষণের পর ধরা পড়ে তিনি হার্ট অ্যাটাক করেছেন। এরপরই সার্জারি করা জন্য পরামর্শ দেন চিকিৎসকরা। সর্বশেষ খবর অনুযায়ী তিনি হাসপাতাল থেকে বাসায় গিয়েছেন এবং সুস্থ রয়েছেন। সংশ্লিষ্ট ডাক্তাররা জানিয়েছেন ৫১ বছর বয়সী এই কিংবদন্তি সুস্থ হলেও কয়েকটা দিন তাকে পর্যবেক্ষণে থাকতে হবে।
পাকিস্তানের সর্বকালের অন্যতম সেরা এই ব্যাটসম্যান দেশের হয়ে ১২০ টি টেস্ট খেলেছেন। এই ১২০ ম্যাচের ২০০ ইনিংসে ৪৯.৩৩ গড়ে ৮৮৩০ রান সংগ্রহ করেছেন ইনজামাম। টেস্টে ৪৬ টি হাফ সেঞ্চুরির সাথে ২৫ টি সেঞ্চুরি রয়েছে তাঁর। আর দেশের হয়ে ৩৭৮ ওয়ানডেতে ৩৯.৫৩ গড়ে ৭৪.২৪ স্ট্রাইক রেটে ১১৭৩৯ রান সংগ্রহ করেছেন তিনি।
ওয়ানডেতে ৮৩ টি হাফ সেঞ্চুরির সাথে রয়েছে ১০ টি সেঞ্চুরি। তবে কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার সুযোগ পাননি তিনি। ২০০৭ সালের অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ইনজামাম। খেলোয়াড়ি জীবন শেষে কোচ ও ক্রীড়া সংগঠক হিসেবে কাজ করেছেন তিনি।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেছেন ইনজামাম। এর আগে আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসাবেও দায়িত্ব পালন করেছেন তিনি।