১২ ঘণ্টারও কম সময় বাদে বিশ্বকাপের ম্যাচ। টিকে থাকতে হলে জিততেই হবে, অন্য কিছু ভাবার সুযোগও নেই। ঠিক এই সময় কি না, প্রধান নির্বাচক পদত্যাগ করে বসেছেন। হ্যাঁ, বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগেরদিন পাকিস্তানে ঘটেছে এমনই এক ঘটনা।
প্রধান নির্বাচকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন ইনজামাম উল হক। তবে, এর সাথে পাকিস্তানের বাজে পারফরম্যান্সের কোনো সম্পর্ক নেই। তিনি পদত্যাগ করেছেন স্বার্থের সংঘাত জনিত কারণে।
সাবেক এই পাকিস্তানি অধিনায়ত এমন একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন, যেটার মালিক ক্রিকেটারদের এজেন্ট। ফলে ক্রিকেটারদের নির্বাচনে সেই ব্যক্তির হাত থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
পাকিস্তানের গণমাধ্যমগুলো জানিয়েছে, প্রতিষ্ঠানটির নাম ইয়াজ়ো ইন্টারন্যাশনাল লিমিটেড। এই প্রতিষ্ঠানের একজন অংশীদার ইনজামাম। সেই কোম্পানির মালিক তালহা রেহমানি।
এই রেহমানি বাবর আজম, মোহাম্মদ রিজ়ওয়ান, শাহীন শাহ আফ্রিদি-সহ পাকিস্তানের বেশ কিছু ক্রিকেটারের এজেন্ট। প্রশ্ন উঠেছিল, ইনজামামের সূত্রে পাকিস্তানের দল নির্বাচনে হাত থাকতে পারে রেহমানির। এটা পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) একটা অপ্রীতিকর অবস্থার মধ্যে ফেলেছিল।
পদত্যাগ করেই অবশ্য রেহাই পাচ্ছেন না ইনজামাম। তাঁর বিরুদ্ধে তদন্ত করবে পিসিবি, জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান জাকা আশরাফ। পাঁচ সদস্যের একটি তথ্যানুসন্ধান কমিটি গঠন করা হয়েছে।
ইনজি নিজে অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, ‘লোকে কোনও প্রমাণ ছাড়াই আমার বিরুদ্ধে কথা বলছে। প্রমাণ থাকলে প্রকাশ্যে আনুন। বোর্ডকেও সেটাই বলেছি। আমার সঙ্গে খেলোয়াড়দের এজেন্টের কোম্পানির কোনও যোগাযোগ নেই। এই ধরনের অভিযোগ আমার জন্য অসম্মানজনক।