গুজরাট থেকে দিল্লী, শেষ চারের লড়াইয়ে আছে সবাই

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রাউন্ড রবিন লিগের বাকি মাত্র ১৬ টি ম্যাচ। পয়েন্ট টেবিলের তলানির দুই দল হায়দ্রাবাদ আর দিল্লী ব্যতিত বাকি ৮ টি দলেরই ১১ টি করে ম্যাচ খেলা হয়ে গিয়েছে। তবে অবাক করা ব্যাপার হলো, রাউন্ড রবিন লিগের প্রায় শেষ মুহূর্তে এসেও খাতা খলমে শেষ চারে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রতিটি দলেরই। এমনকি পয়েন্ট টেবিলের এই মুহূর্তে একদম তলানিতে থাকা দিল্লী ক্যাপিটালসেরও রাউন্ড রবিন লিগ টপকে শেষ চারে যাওয়ার স্বপ্ন টিকে আছে। 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রাউন্ড রবিন লিগের বাকি মাত্র ১৬ টি ম্যাচ। পয়েন্ট টেবিলের তলানির দুই দল হায়দ্রাবাদ আর দিল্লী ব্যতিত বাকি ৮ টি দলেরই ১১ টি করে ম্যাচ খেলা হয়ে গিয়েছে। তবে অবাক করা ব্যাপার হলো, রাউন্ড রবিন লিগের প্রায় শেষ মুহূর্তে এসেও খাতা খলমে শেষ চারে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রতিটি দলেরই। এমনকি পয়েন্ট টেবিলের এই মুহূর্তে একদম তলানিতে থাকা দিল্লী ক্যাপিটালসেরও রাউন্ড রবিন লিগ টপকে শেষ চারে যাওয়ার স্বপ্ন টিকে আছে।

কিভাবে? প্রথমত, পয়েন্ট টেবিলে থাকা প্রথম তিনটি দল ব্যতীত বাকি ৭ টি দলই নিজেদের রাউন্ড রবিন লিগের ম্যাচগুলোতে ৬ টি ম্যাচে পয়েন্ট হারিয়েছে। দ্বিতীয়ত, এক গুজরাট টাইটান্স ব্যতীত কোনো দলেরই শেষ চারে যাওয়ার রাস্তাটা পাকাপোক্ত নয়। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম টাইম অব ইন্ডিয়া রাউন্ড রবিন লিগের বাকি ১৬ টি ম্যাচ ৬৫০০০ টি সম্ভাব্যতার সূত্র ধরে চলতি আইপিএলে দলগুলোর শেষ চারে যাওয়ার সম্ভাবনা দাঁড় করিয়েছে।

সেই গবেষণায় এই মুহূর্তে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা গুজরাট টাইটান্সের শেষ চারে যাওয়ার সম্ভাব্যতা শতভাগ। এরই মধ্যে নিজেদের খেলা ১১ টি ম্যাচ ৮ টিতে জয় তুলে নিয়ে শেষ চারে এক প্রকার পা দিয়েই রেখেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

টাইমস অব ইন্ডিয়া জানাচ্ছে, রাউন্ড রবিন লিগের বাকি ৩টি ম্যাচে হারলেও নেট রান রেট বিবেচনায় শেষ চারে উঠতে পারবে গুজরাট টাইটান্স। এই মুহূর্তে ৮ জয়ে শীর্ষে থাকার পাশাপাশি নেট রানরেটেও সবার চেয়ে এগিয়ে আছে হার্দিক পান্ডিয়ার দল।

এই মুহূর্তে পয়েন্ট তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা চেন্নাই সুপার কিংসের শেষ চারে যাওয়ার সম্ভাবনা ৮৫.২ শতাংশ। ১১ ম্যাচে ৬ জয় নিয়ে দ্বিতীয়তে থাকলেও এই অবস্থান চেন্নাই হারাতে পারে যেকোনো সময়েই। কারণ এক পয়েন্ট পিছনে থেকে তাদের ঘাড়েই নি:শ্বাস ফেলছে মুম্বাই ইন্ডিয়ানস।

তাছাড়া, এ বারের আইপিএল যে রকমের প্রতিদ্বন্দ্বিতা-পূর্ণ হচ্ছে, তাতে এক ম্যাচে পা হড়কালেই নিজেদের অবস্থান থেকে মুহূর্তের মাঝে অবনমন ঘটতে পারে যে কোনো দলের। তাই শেষ চার নিশ্চিত করার জন্য নিজেদের শেষ ৩ টি ম্যাচই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে ধোনির চেন্নাইয়ের।

বিবর্ণ শুরু হলেও এবারের আইপিএল দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ৫ বারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানস। টাইমস অব ইন্ডিয়ার মতে, তাদের শেষ চারে খেলার সম্ভাবনা ৭৬.৬ শতাংশ। মূলত মঙ্গলবারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে জয় দিয়েই ৬ নম্বর থেকে এক লাফে তিনে চলে এসেছে মুম্বাই ইন্ডিয়ানস। তবে তিনে থাকলেও নিজেদের অবস্থান এখনও সুসংহত নয় মুম্বাইয়ের। শীর্ষ চারে থেকে শেষ করতে শেষ ৩ ম্যাচের মধ্যে তাদের এখনও দুটি ম্যাচে জয় নিশ্চিত করতে হবে।

মুম্বাইয়ের চেয়ে এক পয়েন্ট কম নিয়ে চারে আছে লখনৌ সুপারজায়ান্টস। শেষ চারে যাওয়ার ক্ষেত্রে তাদের সম্ভাব্যতা ৪৬ ভাগ। মুম্বাইয়ের মতো বাকি তিনটি ম্যাচে তাদেরও জয়ের দিকেই চোখ রাখতে হবে। তবেই মিলবে শেষ চারে পা রাখার টিকিট। তবে বাকি তিন ম্যাচের একটিতে হারলেও শেষ চারে যাওয়ার শঙ্কায় পড়ে যাবে লখনৌ সুপারজায়ান্টস।

লখনৌর পর রাজস্থান রয়্যালস, কলকাতা নাইট রাইডার্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, পাঞ্জাব কিংস- এই চারটি দলেরই দশা প্রায় একই। এই চার দলই ৫ জয়ের বিপরীতে ৬ টিতে পরাজয়ের স্বাদ নিয়েছে। ফলত, ডু অর ডাই সিচুয়েশনে এই চার দলের জন্য শেষ চারে খেলার সমীকরণ হলো, রাউন্ড রবিন লিগে থাকা নিজেদের বাকি তিনটি ম্যাচেই জিততে হবে। অবশ্য বাকি তিন ম্যাচের দুটি জয়েও সম্ভাবনা জিইয়ে থাকবে। তবে তার জন্য নির্ভর করতে হবে ভাগ্য দেবতার। অন্য দলের জয় কিংবা পরাজয়েই ভাগ্যবদল হতে পারে।

তবে টাইমস অব ইন্ডিয়ার মতে শেষ চারে যাওয়ার ক্ষেত্রে রাজস্থান রয়্যালসের সম্ভাব্যতা ৩৬.৬ ভাগ, কলকাতা ৩৭.২ ভাগ, ব্যাঙ্গালুরুর ৩৬ ভাগ আর পাঞ্জাবের সম্ভাব্যতা ৩৫.৩ শতাংশ।

পয়েন্ট টেবিলের বাকি দুই দল সানরাইজার্স হায়দ্রাবাদ আর দিল্লী ক্যাপিটালসের সামনেও থাকছে সুযোগ। তবে তার জন্য এ দুইটি দলকে পাড়ি দিতে হবে প্রায় অসম্ভব সব পথ। নিজেদের থাকা বাকি ৪ টি ম্যাচেই তাদের জয় নিশ্চিত করতে হবে। তবে মিলবে শেষ চারে খেলার সুযোগ।

টাইমস অব ইন্ডিয়ার করা আঙ্কিক বিশ্লেষণে সেই সম্ভাবনা অবশ্য কমই দেখাচ্ছে। তাদের বিবেচনায়, সানরাইজার্স হায়দ্রাবাদের শেষ চারে খেলার সম্ভাবনা ২৩.৮ ভাগ আর দিল্লী ক্যাপিটালসের ক্ষেত্রে তা ২২.৭ শতাংশ।

অবশ্য এসব আঙ্কিক সমীকরণকে বুড়ো আঙুল দেখানোর সুযোগ থাকছে পয়েন্ট টেবিলের নিচের দিকে থাকা দলগুলোর। এখন দেখার পালা, প্রবল প্রতিদ্বন্দ্বিতা-পূর্ণ এই আইপিলে শেষ পর্যন্ত কোন চারটি দল সেরা চারে নিজেদের অবস্থান নিশ্চিত করতে পারেন। তবে এটা এক প্রকার নিশ্চিতই, রাউন্ড রবিন লিগে শেষ দিকের উত্তেজনায়, এই সেরা চারে ওঠার দৌড়ে দলগুলোর লড়াইগুলো দারুণ বৈচিত্র্যপূর্ণ হতে যাচ্ছে।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...