এশিয়া কাপ নিয়ে জলঘোলা হওয়া শেষ ই হচ্ছে না। ভারত সাফ জানিয়ে দিয়েছে এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাচ্ছে না তারা। আর হাইব্রিড মডেলে এশিয়া কাপও হচ্ছে না। তাই এশিয়া কাপের ভাগ্যই ঝুলছে এখন অনিশ্চয়তায়।
প্রায় সবকটি দেশই পাকিস্তান সফর করলেও ভারতের এমন তালবাহানায় বেশ চটেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। পাকিস্তানের সাবেক বাঁহাতি পেসার জুনায়েদ খান জানতে চেয়েছেন ভারত কি ভিন গ্রহ থেকে আসা কোনো দল কিনা!
শ্রীলঙ্কা দলের ওপর হামলার পর প্রায় এক যুগ পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হয়নি কোনো আন্তর্জাতিক ক্রিকেট। এরপর পাকিস্তানের আন্তর্জাতিক ক্রিকেট ফেরার পর একে একে সেখানে সফর করেছে প্রায় সব দেশ।
ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মত নিরাপত্তা নিয়ে নাক উঁচু দেশগুলোও পাকিস্তানের মাটিতে খেলে গেছে পূর্ণাঙ্গ সিরিজ। তাই এশিয়া কাপ খেলা নিয়ে ভারতের এমন কান্ডে বেশ নাখোশ পাকিস্তান।
এ বিষয়টি সামনে এনে জুনায়েদ খান বলেন, ‘পাকিস্তানের পরিস্থিতি খুব ভালো। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মতো দল আসা মানে নিরাপত্তা নিয়ে কোন সমস্যা নেই।’
অন্য দেশ গুলো খেলতে এলেও ভারতের খেলতে না আশায় এক প্রশ্ন তুলেছেন জুনায়েদ। ভারতীয় দলকে খোঁচা দিয়ে জুনায়েদ বলেন, ‘‘তাহলে ভারত কেন পাকিস্তান সফরে আসছে না? এর পেছনে কারণ কী? তারা কি অন্য গ্রহ থেকে আসায় নিরাপত্তা নিয়ে শঙ্কিত দল?’
এশিয়া কাপের অনিশ্চয়তা নিয়ে আইসিসির চুপ করে থাকাকেও মেনে নিতে পারছেন না জুনায়েদ। তিনি মনে করেন আইসিসির এখানে মধ্যস্ততা করা উচিত। জুনায়েদ বলেন, ‘‘আইসিসি এই সমস্যার মধ্যস্থতা করা উচিত, কারণ পাকিস্তান ছাড়া ক্রিকেট অসম্ভব। পাকিস্তান কোন ছোট দল নয়। ক’দিন আগের আইসিসির সেরা দল ছিল।’