সব দায় কি মুস্তাফিজের?

হায়দ্রবাদের পর মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়েলসের পর এখন দিল্লী ক্যাপিটালস; কিছু সময় ভালো বোলিং করলেও বাকি সময় যেন পুরোনো মুস্তাফিজকে খুঁজেই পাওয়া যায় না। এবারের আইপিএলে নিজের প্রথম ম্যাচ খেলতে নামা মুস্তাফিজের জন্য ম্যাচটা ছিলো যেন ঠিক তেমনি।

২০১৬ সালে নিজের প্রথম আইপিএলে ছিলেন দুর্দান্ত। সানরাইজার্স হায়দ্রাবাদকে প্রথম আইপিএল শিরোপা জেতাতে রাখেন মূখ্য ভূমিকা। কিন্তু এরপর থেকেই যেন আন্তর্জাতিক ক্যারিয়ারের মত আইপিএলেও ধারাবাহিকতা খুঁজে ফিরছেন মুস্তাফিজুর রহমান।

হায়দ্রবাদের পর মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়েলসের পর এখন দিল্লী ক্যাপিটালস; কিছু সময় ভালো বোলিং করলেও বাকি সময় যেন পুরোনো মুস্তাফিজকে খুঁজেই পাওয়া যায় না। এবারের আইপিএলে নিজের প্রথম ম্যাচ খেলতে নামা মুস্তাফিজের জন্য ম্যাচটা ছিলো যেন ঠিক তেমনি।

টুর্নামেন্টে এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি দিল্লী ক্যাপিটালস। গতকাল মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচ জয়ের আশা জাগিয়েও হারতে হয়েছে দিল্লীকে। মুম্বাই অধিনায়ক রোহিত শর্মাকে ফিরিয়ে দিল্লীকে খেলার নিয়ন্ত্রণ এনে দিলেও ১৯ তম ওভারে ১৫ রান খরচ করে দিল্লীর লাগাম হারানোর দায়টা অনেকটা মুস্তাফিজেরই।

দিল্লীর হয়ে এবারের আইপিএলে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমে প্রথম ওভারে ১৩ রান হজম করেন মুস্তাফিজ। তবে নিজের দ্বিতীয় ও তৃতীয় ওভারে ফিজ ছিলেন দুর্দান্ত। দুই ওভার মিলিয়ে খরচ করেন মাত্র ১০ রান। নেন সেট ব্যাটসম্যান রোহিত শর্মার উইকেটও। তবে ম্যাচের ১৯ তম ওভারে টিম ডেভিড ও ক্যামেরুন গ্রিনে কাছে দুই ছক্কা হজম করে বসেন মুস্তাফিজ। দিল্লী অধিনায়ক ডেভিড ওয়ার্নারও মানছেন সেই দুই ছক্কাতেই ম্যাচ হাতছাড়া হয়েছে দিল্লীর।

ম্যাচ শেষে ওয়ার্নার বলেছেন, ‘শেষটা ভালো হয়নি আজ। কিন্তু ছেলেরা দারুণ খেলেছে। দুইটা বল বাজে হয়েছে আর সেখানেই ম্যাচ শেষ হয়ে গেছে। আমরা ভালো ভাবেই ম্যাচে ফিরেছিলাম। নর্কিয়া বিশ্বমানের এবং আমরা তাঁর কাছে এটাই আশা করি। সে সাথে মুস্তাফিজের কাছেও।’

যদিও নিউজিল্যান্ডের ধারাভাষ্যকার সাইমন ডউল অবশ্য পক্ষ নিয়েছেন মুস্তাফিজের। কেন ১৯ তম ওভারে দুটি ছক্কা হজম করতে হলো এই পেসারকে সেই ব্যাখ্যাও দিয়েছেন তিনি, ‘১৯ তম ওভারে মুস্তাফিজকে আক্রমণে আনাটা সঠিক সিদ্ধান্ত। কিন্তু অন সাইডে বাউন্ডারি ছিলো ছোট এবং মুস্তাফিজ ব্যাটারদের শরীরের কাছাকাছি বল করছিলো। যার কারণে গ্রিন এবং ডেভিড তাঁর বিপক্ষে ছক্কা মারতে পেরেছিলো।’

 

এদিকে ভারতের সাবেক ব্যাটার মনোজ তিওয়ারি সমালোচনা করেছেন কাটার মাস্টারের। মনোজ বলেন, ‘যখন আপনি কাটার করতে পারেন তখন আপনাকে সেটা সঠিক লেন্থে করাও জানতে হবে। ব্যাটাররা কাটারের জন্য প্রস্তুত ছিলো। মুস্তাফিজ নিজের লেন্থটা একটু পরিবর্তন করতে পারতো, সে কিছুটা শর্ট লেন্থ বা ওয়াইডে বল করতে পারতো। যখন একজন ব্যাটার জানে একজন বোলার কি করতে যাচ্ছে তখন তাদের জন্য কাজটা অনেক সহজ হয়ে যায়।’

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...