রিশাদের বিষাদ-সিন্ধু

না বিগ ব্যাশে খেলতে পারলেন, না বিপিএলে খেলতে পারছেন। তাহলে দেশ সেরা উইকেট শিকারী ও 'কাঙ্খিত' লেগ স্পিনার হয়ে আসলে লাভটা কি হল!

২০২৪ সালটা বল হাতে টি-টোয়েন্টিতে স্বপ্নের মত কাটিয়েছেন রিশাদ হোসেন। ২৪ ম্যাচে উইকেট নিয়েছেন ৩৫টা। ইকোনমি রেটটা মোটে আট, প্রায় ১৪ বল প্রতি একটা করে উইকেট শিকার করেছেন তিনি। বনে গেছেন টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে একবছরে সবোর্চ্চ উইকেট শিকারীও।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫ আসরে আসবে অনেক পরিবর্তন। এমন প্রতিশ্রুতির গল্পই শোনা যাচ্ছিলো শুরু থেকে। তবে তা আর হচ্ছে কোথায়! নানা বির্তকে জর্জরিত বিপিএল শুরু হল আরও এক অদ্ভুত কাণ্ড দিয়ে। চলতি বছরে টি-টোয়েন্টিতে দেশের সবোর্চ্চ উইকেট শিকারী রিশাদ যে নেই বিপিএলের প্রথম ম্যাচেই।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে বল হাতে ভেলকি দেখিয়েছিলেন তিনি। সাত ম্যাচে নিয়েছিলেন ১৪ উইকেট। শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়ার সবাইকে লেগ স্পিন ঘূর্ণি জাদুতে পরাস্ত করেছিলেন তিনি। পুরো টুর্নামেন্টে ব্যাট হাতে দাপট তোলা আফগানিস্তানের টপ অর্ডারকে ধসিয়ে দিয়েছিলেন। সম্ভাবনা জাগিয়েছিলেন বিশ্বকাপ সেমিফাইনালেরও।

পরিশ্রমের সুফলও পেয়েছিলেন তিনি। ডাক পেয়ে যান অস্ট্রেলিয়ার ফ্রাঞ্চাইজি লিগ বিগ ব্যাশেও। সম্প্রতি গ্লোবাল সুপার লিগের ফাইনালে, দুই উইকেটসহ পুরো টুর্নামেন্টে ভালো করে রংপুর রাইর্ডাসকে এনে দিয়েছেন শিরোপার স্বাদও। এমনকি সবশেষে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে ক্যারিবিয়ানদের টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করাতেও তার নজরকাড়া ভূমিকা ছিল।

কিন্তু বিপিএলের জন্য রিশাদকে যেতে দেওয়া হল না বিগ ব্যাশের মত বড় ফ্রাঞ্চাইজি লিগে। পরে তার দল হোবার্ট হারিকেন্স পরে শেষ অবধি অপেক্ষায় থেকে দলে ভেড়ায় আফগানিস্তানের আরেক লেগ স্পিনার ওয়াকার সালামখেইলকে। অথচ সেই রিশাদ কিনা ছিলেন না বিপিএলের প্রথম ম্যাচেই। তার দল ফরচুন বরিশাল প্রথম ম্যাচে ভরসা রাখেনি তাঁর ওপর। দলে নেই রিশাদ, বরাবরই বিপিএলে রিশাদের ভাগ্য হয় ওই সাইডলাইনেই।

পুরো বিশ্বে টি-টোয়েন্টিতে যেখানে লেগ স্পিনারদের জয়জয়কার সেখানে কি-না দেশসেরা লেগ স্পিনারের জায়গা হল না একাদশেই। লেগ স্পিনারের অভাব হয়ত বুঝেছে বরিশাল ফরচুনস। চার পেসার, দুই স্পিনার নিয়ে মাঠে নেমেও রাজশাহী নির্ধারিত ২০ ওভারে সংগ্রহ মোটে তিন উইকেট হারিয়ে করেছে ১৯৭ রান। উইকেটে চারপাশে চার-ছক্কার ডামাডোল পিটিয়েছেন ইয়াসির রাব্বি-এনামুল হক বিজয়রা।

না বিগ ব্যাশে খেলতে পারলেন, না বিপিএলে খেলতে পারছেন। তাহলে দেশ সেরা উইকেট শিকারী ও ‘কাঙ্খিত’ লেগ স্পিনার হয়ে আসলে লাভটা কি হল!

 

Share via
Copy link