যেভাবে ঈশানকে পাল্টেছেন ধোনি

মহেন্দ্র সিং ধোনি ও ঈশান কিষাণ দু'জনেই একই রাজ্যে ঝাড়খণ্ডের হয়ে খেলেন। ২০১৭ সালে দু'জনে একসাথে বেশ কিছু ম্যাচে খেলেছিলেন। সেখানেই ড্রেসিং রুমে ঈশানকে বেশ কিছু কৌশল শেখান ধোনি। ভারতের সাবেক এই অধিনায়ক ঈশানকে উদ্দেশ্যে করে তখন বলেছিলেন, ' উইকেটরক্ষক হিসেবে কিষাণ বেশ ভাল এবং ফিল্ডার হিসেবেও সে প্রমাণ করেছে সে কতটা ফিট। '

ভারতের ক্রিকেটে লাইমলাইটটা অনেকদিন ধরেই আছে ঈশান কিষাণের ওপর। আর এবারের আসরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) ব্যাট হাতে দুর্দান্ত শুরু করেছেন তিনি। মুম্বাই ইন্ডিয়ান্স গাদা গাদা অর্থ খরচ করে তাঁর ওপর ভরসা রেখেছে। ওপেনার ঈশান কিষাণও সেই ভরসার মূল্য দিয়ে যাচ্ছেন। প্রথম ম্যাচেই দিল্লী ক্যাপিটালসের বিপক্ষে খেলেন ৮১ রানের বিধ্বংসী এক ইনিংস। এখন পর্যন্ত দুই ম্যাচে ১৩৫ রান নিয়ে টুর্নামেন্টে এবারের আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে আছেন ঈশান।

দলের গুরুত্বপূর্ণ ব্যাটার ছাড়াও এবার উইকেটের পেছনে গ্লাভস হাতে গুরুদায়িত্ব পালন করছেন ঈশান। ব্যাট হাতে দুর্দান্ত খেললেও প্রথম দুই ম্যাচেই হার নিয়ে মাঠ ছেড়েছে তাঁর দল মুম্বাই ইন্ডিয়ান্স।

ভারতীয় ক্রিকেটে বহু খেলোয়াড়ের ক্যারিয়ারেই বেশ গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। চেন্নাই সুপার কিংসের হয়ে চারবার শিরোপাজয়ী এই অধিনায়ক ঈশান কিষাণের ক্যারিয়ারেও রেখেছেন উল্লেখযোগ্য অবদান। জনপ্রিয় ক্রিকেট উপস্থাপক ও অভিনেতা গৌরব কাপুরের সাথে ‘ব্রেকফাস্ট উইথ চ্যাম্পিয়নস’ নামক শো’য়ে ধোনির সাথে এক ঘটনার কথা জানান ঈশান।

ভারতের ক্রিকেটের আধুনিকায়নে ধোনির অবদান বলে শেষ করা যাবে। বিশেষ করে, তরুণ ক্রিকেটারদের বিকাশে একজন শিক্ষক কিংবা বড় ভাই হিসেবে ‘মাহি ভাই’-এর অবদান বিরাট। এই তরুণদের তালিকায় আছেন ঈশানও।

ঈশান এই প্রসঙ্গে বলেন, ‘আইপিএলের এক ম্যাচে আমি খুব ভাল খেলছিলাম এবং বোলারদের উপর চড়াও হয়ে মারছিলাম। এরপর ধোনি ভাই আসলো এবং বোলারকে কিছু একটা বললো। আমি শুনতে পারিনি তবে ইমরান ভাইকে (ইমরান তাহির) কিছু একটা বলেছিলেন। আমি মনে মনে ভাবছিলাম ধোনি ভাই কি বললো। আমি জানি না এরপর কি হলো একটা হাফ-ভলি বল আমি ড্রাইভ করলাম কিন্তু সেটা শর্ট থার্ড ম্যানে ক্যাচ হয়ে গেল! আমি আজ অবধি এটার রহস্য বের করতে পারিনি একজন ব্যাটার স্পিনারকে ড্রাইভ করতে গিয়ে কিভাবে থার্ড ম্যানে আউট হতে পারে।’

ধোনির কাছ থেকে কিপিংয়ের কৌশলও রপ্ত করেন ঈশান। ঈশানকে ম্যাচ শেষে কিপিংয়ের ব্যাপারে ধোনি বলেন,
‘আমরা উইকেটরক্ষণ নিয়ে কি পর্যবেক্ষণ করি? আমাদের হাত সাধারণত সোজা থাকে। কিন্তু যখন ব্যাটে এজ হয় তাতে হাত কিছুটা ডান দিকে সরে আসে। কিন্তু সে আমাকে শিখিয়েছে হাতের নড়াচড়া কতটুক হওয়া উচিত। শুধু কব্জি নয় (এটা সেমি-পেণ্ডুলাম মোশনের মতো হওয়া উচিত)। একবার অভ্যাস রপ্ত করতে পারকে তুমি যেকোনো এজ হওয়ার পর সহজেই ধরতে পারবে।’

মহেন্দ্র সিং ধোনি ও ঈশান কিষাণ দু’জনেই একই রাজ্যে ঝাড়খণ্ডের হয়ে খেলেন। ২০১৭ সালে দু’জনে একসাথে বেশ কিছু ম্যাচে খেলেছিলেন। সেখানেই ড্রেসিং রুমে ঈশানকে বেশ কিছু কৌশল শেখান ধোনি। ভারতের সাবেক এই অধিনায়ক ঈশানকে উদ্দেশ্যে করে তখন বলেছিলেন, ‘উইকেটরক্ষক হিসেবে কিষাণ বেশ ভাল এবং ফিল্ডার হিসেবেও প্রমাণ করেছে যে ও কতটা ফিট।’

এবারের আসরে প্রথম দুই ম্যাচে হেরে ইতিমধ্যেই ব্যাকফুটে আছে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। নিজেদের তৃতীয় খেলায় ৬ এপ্রিল ওয়াংখেড়েতে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে লড়বে মুম্বাই। অপরদিকে, তিন ম্যাচের তিনটিতেই হেরে চরম বিপাকে আছে চেন্নাই সুপার কিংস।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...