দুবেকে বাদ দেয়া ‘অসম্ভব’ – তাহলে পান্ডিয়া?

ব্যাট হাতে কিংবা বোলিংয়ে – ২২ গজে দারুণ সময় কাটাচ্ছেন শিভাম দুবে। ক্রমেই যেন নিজের সাথে হার্দিক পান্ডিয়ার পারফরম্যান্সের পার্থক্যটা পরিস্কার করে চলেছেন তিনি।

চেন্নাই সুপার কিংসের হলুদ জার্সিতে বিধ্বংসী সব ইনিংস খেলে যাচ্ছেন বাঁ-হাতি দুবে। বোলিংটাও তাঁর কার্যকর। তাই তো নির্বাচকদের পক্ষে দুবেকে উপেক্ষা করা অসম্ভব কাজ বলে মনে করেন ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া।

তিনি সম্প্রতি এক টুইটের মাধ্যমে দুবে সম্পর্কে বলেন, ‘শিভাম দুবে নিয়মিতভাবেই পারফরম্যান্স করে যাচ্ছে। যেখানেই খেলছে, দারুণ খেলছে। রঞ্জি ট্রফিতেও অসাধারণ খেলেছে। আবার আইপিএলেও সেই ধারা অব্যাহত রেখেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে জায়গা করে নিতে সে নিজেকে উজার করে দিচ্ছে। আর ৬ নাম্বার পজিশনের জন্য ভারতের এমন কাউকে প্রয়োজন যিনি পাওয়ার হিটিংয়ে অভ্যস্ত।’

তবে হার্দিক পান্ডিয়া এবং শিভাম দুবের মাঝে চলছে অদৃশ্য এক যুদ্ধ। কেননা দুজনই দলের মিডল অর্ডার সামলে থাকেন। অর্থাৎ এক জায়গার দুই দাবিদার। দুবের জন্য জাতীয় দলে প্রবেশের বাঁধা হতে পারেন হার্দিক পান্ডিয়া।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে হার্দিক পান্ডিয়াকে ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও দেখা যাচ্ছে। তবে চেন্নাইয়ে বোলিং করার সুযোগই পাচ্ছেন না শিবম দুবে। এদিক থেকে হার্দিকের চেয়ে পিছিয়ে আছেন তিনি।

বোলিং না করতে পারলেও ব্যাটিং দিয়ে দুবে নজর কেড়ে নিয়েছেন সবার। সর্বশেষ ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে তাঁর ব্যাট থেকে আসে ২৭ বলে ২৪৪.৪৪ স্ট্রাইক রেটে করেন ৬৬ রান। যেখানে ছিল তিন চার এবং সাতটি ছক্কার মার।

অর্থাৎ, বাউন্ডারি হাঁকিয়েই ১০ বলে নিয়েছেন ৫৪ রান। আরো একটি অবিশ্বাস্য এক ইনিংসের সাক্ষী হয় চেন্নাই ভক্তরা। এই আসরে দুবে  ৮ ম্যাচে ৫১.৮৩ গড়ে করেন মোট ৩১১ রান। ১৬৯.৯৫ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন তিনি।

আবার হার্দিক পান্ডিয়াকে ব্যাট কিংবা বল কোনোটাতেই আহামরি কোনো পারফরম্যান্স করতে দেখা যায়নি। তাঁর সর্বশেষ ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ব্যাট হাতে করেন ১০ বলে ১০ রান। যেখানে ছিল স্রেফ একটি মাত্র বাউন্ডারি। আর বল হাতেও মলিন ক্যাপ্টেন পান্ডিয়া।

দুই ওভার হাত ঘুরিয়ে ১০.৫০ ইকোনমিতে খরচ করেন ২১ রান। তাঁর ঝুলিতে ছিল না কোনো উইকেট। এবারের আসরে এ যাবত খেলা ম্যাচে মলিন ছিল হার্দিকের ব্যাট, মোট করেন ১৫১ রান আর বল হাতে নেন উইকেট নেন মাত্র চারটি।

তাই তো তাদের নিয়ে আবারো ভাবতে হচ্ছে ভারতের নির্বাচকদের। এখন দেখার বিষয় কে পেতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের টিকেট। কে করতে যাচ্ছেন দেশের প্রতিনিধিত্ব?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link