Social Media

Light
Dark

চার ওপেনার নিয়ে মধুর সমস্যায় ভারত

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু আগামী বছরের জুনে। ২০২৩ বিশ্বকাপ ফাইনালের দুঃখ ভুলে তাই এরই মধ্যে পরের বিশ্বকাপের জন্য দল গোছানো শুরু করে দিয়েছে ভারত। তবে সেই বিশ্বকাপের জন্য সঠিক কম্বিনেশন খুঁজে পেতেই যেন মধুর সমস্যায় পড়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

ads

ইনিংস শুরুর দায়িত্ব পড়বে কোন দুই ব্যাটারের উপরে, বিরাট-রোহিত ফিরলে একাদশ কেমন হবে? এমন অনেক প্রশ্নেই ঝুলে আছে ভারতের দল গঠনের এই প্রক্রিয়া। তবে ভারতের সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার নিজেই দ্বিধায় পড়ে গিয়েছেন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের সম্ভাব্য ওপেনিং জুটি বাছাই করতে গিয়ে।

এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকা সফরের টি-টোয়েন্টি দলে ওপেনার রয়েছেন তিন জন- রুতুরাজ গায়কড়, যশস্বী জয়সওয়াল আর শুভমান গিল। মজার ব্যাপার হলো, এ তিন ওপেনারই রয়েছেন ক্যারিয়ারের সেরা ফর্মে। কিন্তু এখান থেকে বেছে নিতে তো হবে দু’জনকে।

ads

এমন কম্বিনেশনে নিজের মতামত দিতে গিয়ে গাভাস্কার স্টার স্পোর্টসের এক অনুষ্ঠানে বলেন, ‘দক্ষিণ আফ্রিকা সিরিজে ৩ ওপেনার। এখন দল যদি ডানহাতি-বাহাতি কম্বিনেশনে যায় তাহলে গিল আর জয়সওয়ালকে খেলাতে পারে।’

তবে সমস্যা হচ্ছে, প্রোটিয়াদের বিপক্ষে এই সিরিজে রোহিত শর্মা না থাকলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি ঠিকই থাকবে। বোর্ড থেকে এমন পূর্বাভাসই মিলেছে। তো, রোহিত দলে ফিরলে, ওপেনিং জুটিতে তাহলে কারা আসবেন? এমন প্রশ্নের উত্তরে গাভাস্কার বলেন, ‘এটা একটা মধুর সমস্যা। রোহিত আসলে তাঁকে তো একাদশে রাখা লাগবেই। বাস্তবতা হচ্ছে, পরের বিশ্বকাপেও হয়তো ছন্দে থাকা ব্যাটারকে একাদশের বাইরে রাখা লাগতে পারে।’

অবশ্য বিশ্বকাপের সঠিক কম্বিনেশন খুঁজে পাওয়ার জন্য ভারতের সামনে খুব বেশি ম্যাচ নেই। মাত্র ৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেই বিশ্বকাপে যেতে হবে তাদেরকে। কীভাবে মাত্র ৬ ম্যাচ খেলে বিশ্বকাপের সেরা দল খুঁজে পাবে ভারত? দলের অধিনায়ক সুরিয়াকুমার যাদবের জন্য এ ক্ষেত্রে ভরসার নাম আইপিএল।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের আগে এ অধিনায়ক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমার মনে হয় বিশ্বকাপের আগে সীমিত টি-টোয়েন্টি ম্যাচ আছে। তবে আমরা আইপিএলে ১৪টি লিগ ম্যাচ খেলব। যেসব ক্রিকেটার আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলছে, তারা অনেক ম্যাচ খেলেছে, তাদের অনেক অভিজ্ঞতা আছে। তাই আমাদের মনে হয় না, স্কোয়াড ঠিক করতে কোনো সমস্যা হবে। সবাই সবার ভূমিকা ও দায়িত্ব জানে, কীভাবে ভিন্ন পরিস্থিতিতে খেলতে হয়।’

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link