রবি বিষ্ণয়, বিশ্বকাপে ভারতের তুরুপের তাস

বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি বোলার তাই আগামী বিশ্বকাপে ভারতের তুরুপের তাস হতে যাচ্ছে।

অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাদ পড়েছিলেন রবি বিষ্ণয়। এর আগে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপেরও বড় একটা অংশ খেলতে পারেননি। এ সময় অভিজ্ঞ যুজবেন্দ্র চাহালকেই এগিয়ে রেখেছিল টিম ম্যানেজম্যান্ট। কিন্তু গত কয়েক মাসে বদলে গিয়েছে দৃশ্যপট, দুর্দান্ত ফর্মে আছেন তিনি।

২০২৩ আইপিএলে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে ১৬ উইকেট নিয়ে জাতীয় দলে ফিরতে পেরেছিলেন বিষ্ণয়। এরপর আর তাঁকে ফিরে তাঁকাতে হয়নি; পরিশ্রমের পুরষ্কার পেয়েছেন প্রতিটা ম্যাচেই। আর গত সপ্তাহে বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি বোলার হন তিনি; সেই সাথে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ সেরা হওয়ার কৃতিত্ব লাভ করেন।

ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের ছয় মাসও বাকি নেই আর, এই তরুণ এখন ভারতের সবচেয়ে ইন ফর্ম স্পিনার। অতীত পরিসংখ্যান অনুযায়ী, ক্যারিবিয়ান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পিচগুলো কিছুটা ধীর গতির এবং কিছুটা স্পিন-বান্ধব হয়ে থাকে। বৈশ্বিক টুর্নামেন্টেও যদি এমন হয়ে থাকে, তাহলে তাঁর উপস্থিতি টিম ইন্ডিয়াকে অনেক খানি এগিয়ে রাখবে।

এই লেগ স্পিনার পাঁচ বছরেরও কম সময় ধরে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলছেন। কিন্তু ক্রিকেটীয় বুদ্ধিমত্তা তাঁকে ব্যাটারদের কাছে ত্রাসে পরিণত করে। তাঁর ক্রিকেটীয় স্কিলও কম নয়। পাওয়ারপ্লেতে যখন মাত্র দুইজন ফিল্ডারকে বৃত্তের বাইরে থাকতে দেওয়া হয় অথবা যখন ডেথ ওভারে রান তুলতে ব্যস্ত থাকে প্রতিপক্ষ সব সময়ই বল করার সামর্থ্য রাখেন তিনি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে খারাপ করেছিলেন বিষ্ণয়। রান বন্যার সেই লড়াইয়ে ৫৪ রান খরচ করেছিলেন, কিন্তু ছন্দে ফিরতে সময় লাগেনি একটুও। পরের চার ম্যাচেই অজি ব্যাটারদের বারবার পরাস্ত করেছিলেন তিনি।

দক্ষিণ আফ্রিকা সফরে রবীন্দ্র জাদেজা আছেন, কুলদীপ যাদবও নিজের দক্ষতা প্রদর্শনের আশায় রয়েছেন। তবে জেনুইন স্পিনারদের চেয়ে বিষ্ণয় এগিয়ে আছেন তাঁর দুরন্ত ফিল্ডিংয়ের কারণে, আইপিএলে বেশ কয়েকটি চোখে লাগার মত ক্যাচ ধরেছেন তিনি। আবার আট নয় নম্বরে কার্যকরী ব্যাটিংও জানা আছে তাঁর।

সব মিলিয়ে একটা পরিপূর্ণ প্যাকেজ হয়ে উঠেছেন এই তরুণ। বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি বোলার তাই আগামী বিশ্বকাপে ভারতের তুরুপের তাস হতে যাচ্ছে, সেটা নিশ্চিতভাবেই বলা যায়। একটি অধরা বিশ্বকাপ।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...