সাত রানে অলআউট, আইভরি কোস্টের বিশ্বরেকর্ড

বিশ্বায়ন হচ্ছে ক্রিকেটের। আর সেই সাথে নিত্যনতুন রেকর্ড যুক্ত হচ্ছে। এবারের রেকর্ড গড়েছে আইভরি কোস্ট।

বিশ্বায়ন হচ্ছে ক্রিকেটের। আর সেই সাথে নিত্যনতুন রেকর্ড যুক্ত হচ্ছে। এবারের রেকর্ড গড়েছে আইভরি কোস্ট। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বনিম্ন রানে অলআউট হয়েছে আফ্রিকা অঞ্চলের দলটি। মাত্র ৭ রানেই গুটিয়ে গেছে তারা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকা অঞ্চলের সাব-রিজিওনাল কোয়ালিফায়ারে ‘সি’ গ্রুপের ম্যাচে নাইজেরিয়ার মুখোমুখি হয়েছিল আইভরি কোস্ট। প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে ২৭১ রান সংগ্রহ করে নাইজেরিয়া। নাইজেরিয়ান ব্যাটার সেলিম সালাউ মাত্র ৫৩ বলে ১১২ রানের মারকাটারি ইনিংস খেলেছেন।

জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৭ রানেই গুটিয়ে যায় আইভরি কোস্ট। তাদের হয়ে সর্বোচ্চ ৪ রান করেন তাদের ওপেনার ওউতারা মোহাম্মদ। ৭.৩ ওভারের মাঝেই তাদের পরাজয় লেখা হয়ে যায়। সেই সাথে লেখা হয়ে যায় নেতিবাচক এক রেকর্ড। সর্বনিম্ন রানে অলরাউট হওয়ার রেকর্ডের পাশাপাশি, এবার একক সংখ্যায় অলআউট হওয়ার রেকর্ডও গড়েছে দলটি।

এর আগে দুই দফা ১০ রানে অলআউট হওয়ার রেকর্ড রয়েছে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে। সিঙ্গাপুরের বিপক্ষে দশরানে অলআউট হয়েছিল মঙ্গোলিয়া। স্পেনের বিপক্ষে আইল অব ম্যানও দশ রানে গুটিয়ে যায়। তাদেরকেও ছাপিয়ে গেল আইভরি কোস্ট।

দশ রানে অলআউট হওয়া ম্যাচে তারা হেরেছে ২৬৪ রানে। সেটাও আবার আরেকটি রেকর্ড। সর্বোচ্চ রান ব্যবধানে পরাজিত হওয়ার তৃতীয় নিদর্শন এটি। এর আগে নেপাল মঙ্গোলিয়াকে হারিয়েছে ২৭৩ রানে। এছাড়া গাম্বিয়ার বিপক্ষে জিম্বাবুয়ে জিতেছে ২৯০ রান ব্যবধানে।

Share via
Copy link