আসছে ১৪ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ মিস করতে যাচ্ছেন অভিজ্ঞ অল-রাউন্ডার রবীন্দ্র জাদেজা। ইনজুরি কাটিয়ে এখনও নিজেকে ফিরে পাওয়ার সংগ্রামে আছেন তিনি।
বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এখন তাঁর বিকল্পের সন্ধান করছে। ভারতের টেস্ট স্কোয়াডের তিন নিয়মিত স্পিনার রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল আর কুলদীপ যাদব ফিটই আছেন। এখন জাদেজার জায়গায় চতুর্থ স্পিনার নাকি একজন অতিরিক্ত ব্যাটার নেবেন ভারতীয় নির্বাচকরা – সেই নিয়ে চলছে আলোচনা।
জাদেজার বদলি নিতে চাইলে ভারতীয় ‘এ’ দলের সৌরভ কুমারকে বিবেচনায় রাখছেন তারা। যদিও, ভারতের নতুন নির্বাচক কমিটি বাংলাদেশ সিরিজে ক্যারিয়ার সেরা ফর্মে থাকা মারকুটে ব্যাটার সুরিয়াকুমার যাদবের ফর্মকে কাজে লাগাতে চাইতে পারেন লাল বলের ক্রিকেটে। সাদা বলে এবছর ক্যারিয়ারের সেরা সময় কাটাচ্ছেন সুরিয়া।
তাই রবীন্দ্র জাদেজার বদলি হিসেবে তিনিও জায়গা করে নিতে পারেন বাংলাদেশের বিপক্ষে লাল বলের স্কোয়াডে। সম্প্রতি সাবেক, ভারতীয় কোচ রবি শাস্ত্রীও টেস্ট দলে সুরিয়াকে রাখার ব্যাপারে সুপারিশ করেছেন।
বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে এবং দু’টি টেস্ট খেলতে ডিসেম্বরে এদেশে আসবে ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই দু’টি টেস্টের প্রথমটি ১৪ ডিসেম্বর শুরু হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে। আর দ্বিতীয় এবং শেষ টেস্ট শুরু হবে ২২ ডিসেম্বর মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
গেল এশিয়া কাপ চলাকালীন হাঁটুর ইনজুরিতে পড়েন জাদেজা। এরপর অপারেশন টেবিলে যেতে হয় তাকে এবং অনির্দিষ্ট কালের জন্য মাঠের বাইরে চলে যান তিনি। এরপর ভারতের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে বিশেষজ্ঞদের অধীনে থেকে পুনর্বাসন পক্রিয়ার মধ্যে আছেন তিনি।
তবে, এখন পর্যন্ত মনে করা হচ্ছে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে তিনি অনিশ্চিত। চেতন শর্মা নেতৃত্বাধীন ভারতের আগের নির্বাচক কমিটি তাকে পুরোপুরি ফিট হবার শর্তে স্কোয়াডে বিবেচনা করছেন বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে।
বিসিসিআইয়ের একটি সূত্র বার্তা সংস্থা পিটিআইকে বলে, ‘বাংলাদেশ সফরের আগে ওর ফিট হয়ে ওঠার সম্ভাবনা কম। নির্বাচকরা তাঁকে দলে রাখলেও, সেখানে ফিট হয়ে ওঠার কথা বলা ছিল। কিন্তু, সেটা এই সময়ে হচ্ছে না।’
যদিও, জাদেজার বিকল্প ঘোষণায় আরও কিছু সময় পাবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সৌরভ কুমার খুব ভালোভাবেই আছেন আলোচনায়। সৌরভ এবছরের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট স্কোয়াডে ছিলেন। এছাড়াও ভারতীয় ‘এ’ দলের হয়ে ঘরের মাটিতে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ৫ উইকেট পান তিনি। ফলে, বাংলাদেশে তাঁর অভিষেক হয়ে গেলে অবাক হওয়ার কিছু নেই।