মাশরাফির দলে মুশফিক, রুবেল

ড্রাফটের আগেই অবশ্য প্রতিটি দল একজন করে লোকাল ক্রিকেটার সাইন করে ফেলেছিল। ড্রাফট টেবিলে উপস্থিত ছিলেন তামিম ইকবাল, মাশরাফি বিন মর্তুজারাও। এবার বিপিএলের ড্রাফটে সবচেয়ে বেশি আগ্রহ ছিল ‘এ’ ক্যাটাগরির তিন ক্রিকেটারকে নিয়ে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ড্রাফটের দিনক্ষণ আগেই নির্ধারিত ছিল। আজ সকাল সাড়ে এগারোটায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে শুরু হওয়ার কথা ছিল এবারের বিপিএলের প্লেয়ার্স ড্রাফট। একটু দেরিতে হলেও নিজস্ব আমেজ নিয়েই শুরু হয় ড্রাফট।

ড্রাফটের আগেই অবশ্য প্রতিটি দল একজন করে লোকাল ক্রিকেটার সাইন করে ফেলেছিল। ড্রাফট টেবিলে উপস্থিত ছিলেন তামিম ইকবাল, মাশরাফি বিন মর্তুজারাও। এবার বিপিএলের ড্রাফটে সবচেয়ে বেশি আগ্রহ ছিল ‘এ’ ক্যাটাগরির তিন ক্রিকেটারকে নিয়ে।

এই মুহূর্তে দেশের সবচেয়ে ইনফর্ম ব্যাটার লিটন দাসকে সরাসরি চুক্তিতে দলে নেয়নি কেউ। ফলে ড্রাফট থেকে প্রথম সুযোগে যেকোন দলেরই তাঁকে দলে ভেড়ানোর কথা। প্লেয়ার্স ড্রাফটে হয়েছেও তাই। নিজেদের প্রথম সুযোগেই লিটনকে দলে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এই নিয়ে পঞ্চমবারের মত কুমিল্লার হয়ে খেলবেন লিটন।

‘এ’ ক্যাটাগরির বাকি দুই ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়েও ছিল আগ্রহ। যদিও অফ ফর্মে থাকা রিয়াদকে নিয়ে অনেকে দুশ্চিন্তায়ও ছিলেন। প্রথম ডাকে এই ব্যাটার আদৌ দল পাবেন কিনা এমন সন্দেহও ছিল অনেকের মধ্যে। তবে ড্রাফট থেকে মুশফিক ও রিয়াদ দুজনই দল পেয়েছেন।

মুশফিকুর রহিমকে দলে নিয়েছে মাশরাফি বিন মর্তুজার দল সিলেট স্ট্রাইকার্স। ফলে মাশরাফি ও মুশফিককে আবারও একসাথে খেলতে দেখবে দর্শকরা। এছাড়া ড্রাফট থেকে নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, নাবিল সামাদদেরও দলে নিয়েছে সিলেট। এছাড়া মাশরাফির সাথে দলটার পেস বোলিং আক্রমণে থাকবেন রুবেল হোসেনও।

ওদিকে সাকিব আল হাসানের কাছে টি-টোয়েন্টি অধিনায়কত্ব হারিয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে সেই সাকিবের দল ফরচুন বরিশালই দলে ভিড়িয়েছে রিয়াদকে। ড্রাফট থেকে প্রথম ডাকেই অভিজ্ঞ এই ব্যাটারকে দলে নিয়ে নেয় বরিশাল। এছাড়া ড্রাফট থেকে মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন, এনামুল হক বিজয়দের দলে নিয়েছে দলটা।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...