জাপান জাতীয় ফুটবল দল মাঠে ম্যাচ জয় করেছেন, আর স্টেডিয়ামে জাপানি ভক্তরা জয় করেছে হাজারও মানুষের হৃদয়। ভাবছেন কিভাবে? জাপানিরা ঐতিহ্যগতভাবে অতি বিনয়ী এবং পরিস্কার পরিচ্ছন্ন জাতি। এই অভ্যেসটা তাঁরা পৃথিবী ব্যাপী বহন করে নিয়ে যায়। বুধবার খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে জাপান-জার্মানির মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচটিতে ইতিহাস গড়েছে জাপান। জার্মানির বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে সামুরাই ব্লুরা।
অসাধারণ এই জয়ের পর জাপানি ভক্তরা কেবল উল্লাসে ফেটে পড়েননি। ম্যাচ শেষে জাপানি ভক্তদের দেখা মিলেছে নীলরঙা ট্র্যাশ ব্যাগ হাতে। সবাই মিলে স্টেডিয়ামটি পরিষ্কার করার কাজে লেগে পড়ে এবং একেবারে স্টেডিয়ামটি পরিস্কার করেই মাঠ ছাড়ে। এখানেই জাপানি ভক্তরা অন্যান্য দেশের ভক্তদের চেয়ে আলাদা।
বিশ্বকাপের এই আসরে অবশ্যই স্টেডিয়াম পরিষ্কার করার জন্য লোকবল রয়েছে, কিন্তু জাপানি ভক্তরা নিজেদের করা আবর্জনা পরিষ্কারকে বরং নিজেদের কাজ হিসেবে নিয়েছে। এটা অবশ্য দেশটির নিজস্বতা। পরিছন্নতায় দেশটি বরাবরই অন্য সব দেশ থেকে ভিন্ন।
কেবল জাপানি ভক্তরাই এমন, তা নয়। জাপানি ফুটবলারদের ড্রেসিংরুম পরিচ্ছন্নতার কাজটিও তাঁরা নিজেরাই করেছেন। ম্যাচ জয়ের পর উচ্ছ্বসিত ব্লু সামুরাইরা ড্রেসিংরুম পরিপাটি করেই হোটেলের বাস ধরেছেন বলে জানা যায়। ব্যাপারটি অনেকটা দেশটির সংস্কৃতির অংশ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে জাপানের এমন মানসিকতা পুরো বিশ্বব্যাপী প্রসংসিত হয়েছে। এই অভ্যেস প্রসঙ্গে ডান্নো নামের জাপানি এক সমর্থক আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে বলেন, ‘আপনারা যেটিকে বিশেষ বলে মনে করছেন, আসলে তা আমাদের জন্য অস্বাভাবিক কিছু নয়।’
অর্থাৎ, এখানে কোনো আদিখ্যেতা নেই। ব্যাপারটি তাঁদের জীবনধারারই অংশ।