বুমরাহ ম্যাজিক: সব সময়, সব জায়গায়

ব্যাঙ্গালুরুতে বুমরাহর ৫ উইকেটের মতোই ১৯৯৬ সালে আহমেদাবাদে র‍্যাংক টার্নার উইকেটে ৬ উইকেট নিয়েছিলেন সাবেক ভারতীয় পেসার জাভাগাল শ্রীনাথ। কাকতালীয়ভাবে ব্যাঙ্গালুরু টেস্টে ম্যাচ রেফারি ছিলেন শ্রীনাথ! চোখের সামনে যেনো পুরনো স্মৃতি আরও একবার তাজা হয়ে উঠলো বুমরাহর বোলিংয়ে।

পাঁচ কিংবা দশ উইকেট নেওয়াটা সব বোলারের জন্যই অনেক বড় অর্জন। পাঁচ কিংবা দশ উইকেট পেলে গ্যালারি ভর্তি দর্শকের সামনে বল উঁচিয়ে ধরার চেয়ে গৌরবের একজন বোলারের জন্য আর কি হতে পারে? বর্তমান বিশ্বের অন্যতম সেরা বোলার ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ টেস্ট ফরম্যাটে এখন পর্যন্ত ফাইফর শিকার করেছেন আটবার!

অবাক করা ব্যাপার হলো প্রথম সাতবারই তিনি পাঁচ উইকেট নিয়েছেন দেশের বাইরে! শ্রীলঙ্কা সিরিজের আগে ঘরের মাটিতে পাঁচ উইকেট শিকার করে কখনোই বল উঁচিয়ে ধরার সুযোগ হয়নি বুমরাহর! এর পেছনের বড় কারণ অবশ্য ঘরের মাটিতে এখন অবধি তিনি খেলেছেনই মাত্র ৪ টেস্ট!

অবশেষে ঘরের মাটিতেও পূরণ করলেন সেই অধরা স্বপ্ন। টেস্ট অভিষেকের প্রায় চার বছর পর ঘরের মাঠে দেখা মিললো ফাইফরের। সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাঙ্গালুরুতে গোলাপি বলের টেস্টে প্রথমবার টেস্ট ক্যারিয়ারে ঘরের মাটিতে পাঁচ উইকেট শিকার করেন জাসপ্রিত বুমরাহ। এটি ছিলো ঘরের মাঠে তাঁর মাত্র চতুর্থ টেস্ট!

ব্যাঙ্গালুরুর র‍্যাংক টার্নার উইকেটে যেখানে শ্রীলঙ্কার স্পিনার সহ ভারতীয় স্পিনাররা দাপট দেখিয়েছে সেখানে একমাত্র পেসার হিসেবে উত্তাপ ছড়ান বুমরাহ। প্রথম ইনিংসে ৫ উইকেট শিকারের পর দ্বিতীয় ইনিংসে শিকার করেন ৩ উইকেট! ২৮তম টেস্টে এসে ঘরের মাটিতে প্রথমবার পাঁচ উইকেটের দেখা পেলেন বুমরাহ।

ব্যাঙ্গালুরুতে বুমরাহর ৫ উইকেটের মতোই ১৯৯৬ সালে আহমেদাবাদে র‍্যাংক টার্নার উইকেটে ৬ উইকেট নিয়েছিলেন সাবেক ভারতীয় পেসার জাভাগাল শ্রীনাথ। কাকতালীয়ভাবে ব্যাঙ্গালুরু টেস্টে ম্যাচ রেফারি ছিলেন শ্রীনাথ! চোখের সামনে যেনো পুরনো স্মৃতি আরও একবার তাজা হয়ে উঠলো বুমরাহর বোলিংয়ে।

একই সাথে আরেকটি মাইলফলক স্পর্শ করেন বুমরাহ। প্রথম ইনিংসে নিরোশান ডিকওয়েলার উইকেট শিকারের মধ্যে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন বুমরাহ। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যাপটাউনে টেস্ট অভিষেকের পর ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ফাইফর শিকার করেন এই পেসার।

এরপর শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাটিতে ২৪ রানে শিকার করেন ৫ উইকেট। শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাটিতে এটিই যেকোনো পেসারের সেরা বোলিং ফিগার! শ্রীলঙ্কার বিপক্ষে ভারতীয় বোলার হিসেবেও এটি এখন সেরা বোলিং ফিগার। এর আগে ২০১৫ সালে ইশান্ত শর্মা কলম্বোতে ৫৪ রানে শিকার করেছিলেন ৫ উইকেট।

ব্যাঙ্গালুরুর টার্নার উইকেটে যেখানে পেসাররা পাত্তাই পাচ্ছিলো না সেখানে প্রথম ইনিংসেই ৫ উইকেট নেন বুমরাহ। স্যুইং, বাউন্স, ইয়োর্কারে লঙ্কান ব্যাটারদের স্বস্তি দেননি এই পেসার। পেসাররা যেখানে উইকেট নিতে হিমসিম খেয়েছেন সেখানে বুমরাহ একাই নিয়েছেন ৮ উইকেট।

বুমরাহর ৫ উইকেট শিকারে প্রথম ইনিংসে মাত্র ১০৯ রানে অলআউট হয় লঙ্কানরা। ব্যাঙ্গালুরু টেস্টে দুই দলের মোট ৩৯ উইকেটের মাঝে পেসাররা নিয়েছেন মাত্র ১২ উইকেট। আর এই ১২ উইকেটের আটটি ছিলো বুমরাহর দখলে!

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...