আপন ফাঁদে আটক পাকিস্তান

সুবিধাজনক জায়াগায় ওৎ পাততে গিয়ে নিজেদের জালেই ধরা পড়লো পাকিস্তান। রাওয়ালপিন্ডি টেস্টের মতো এবার আর রেহাই পায়নি স্বাগতিকরা। তৃতীয় দিনে এক ইনিংসেই হঠাৎ বদলে গেলো ম্যাচের চিত্র। অস্ট্রেলিয়ার বোলিং দাপটের সামনে করাচি টেস্টে আপাতত হারই চোখ রাঙাচ্ছে পাকিস্তানকে!

ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলাটা প্রায় দুই যুগ পর। ২৪ বছর পর পাকিস্তান সফরে অজিরা। স্বাভাবিক ভাবেই এই সিরিজ নিয়ে দর্শক সহ ক্রিকেট পাড়ায় বাড়তি উত্তেজনা। কিন্তু প্রথম টেস্টেই মরা পিচ বানিয়ে সমালোচনার জন্ম দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। খোদ পাকিস্তানিরাই অসন্তোষ প্রকাশ করেন উইকেট নিয়ে। সাবেক ক্রিকেটাররাও এমন উইকেট নিয়ে করেছেন চরম সমালোচনা।

পুরো পাঁচ দিনে দুই দল হারায় মাত্র ১৪ উইকেট! রাওয়ালপিন্ডিতে দর্শকরা উপভোগ করে নিষ্প্রাণ ড্র। দুই ইনিংসেই সেঞ্চুরির জুটি গড়েন পাকিস্তানি ওপেনাররা। রান বন্যার ম্যাচে ১৪৫ বছরের টেস্ট ইতিহাসে তৃতীয়বারের মতো কোনো ম্যাচের দুই ইনিংসেই শতরানের বেশি করেছে কোনো দলের জুটি।

এমন মরা উইকেটের কারণে ম্যাচ রেফারির রিপোর্টের ভিত্তিতে আইসিসি থেকে এক ডিমেরিট পয়েন্টও পায় রাওয়ালপিন্ডির উইকেট। রাওয়ালপিন্ডির উইকেট নিয়ে দর্শকরাও চরম বিরক্তি আর হতাশা প্রকাশ করেন সামাজিক যোগাযোগমাধ্যমে। করাচির তীব্র গরম উপেক্ষা করে খেলা দেখতে গিয়ে দেখা মিলেছে ‘প্রাণহীন’ এক ম্যাচের!

প্রথম টেস্টের উইকেট দেখে আঁচ করা হচ্ছিলো করাচি টেস্টেও একই কাণ্ড ঘটাবে পিসিবি। অজিদের বিপক্ষে ড্র করাই যে পাকিস্তানের মূল লক্ষ্য সেটাও পরিস্কার। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ব্যাটিং দেখার পর বোঝাই যাচ্ছিলো এই টেস্টেও ফলাফল আসছে না।

দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে টসে জিতে ব্যাট করতে নেমে খাজার ১৬০, অ্যালেক্স ক্যারির ৯৩ ও স্টিভ স্মিথের ফিফটিতে ৯ উইকেটে ৫৫৬ রানে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া! এই টেস্টেও শুরু থেকেই রান আটকানোর জন্য লেগ সাইডে বল করছিলেন সাজিদ খান, নোমান আলিরা। পাকিস্তানি বোলারদের বডি ল্যাঙ্গুয়েজ ইঙ্গিত দিচ্ছিল এই টেস্টেও ড্রয়ের জন্যই খেলছে পাকিস্তান।

করাচি টেস্টের মতোই এই টেস্টেও নির্বিষ এক ড্র দেখতে যাচ্ছে ক্রিকেটভক্তরা এমনটাই ভাবছিলো সবাই। কিন্তু হটাৎ করেই পালটে যায় উইকেটের আচরণ! প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৫৫৬ রানের জবাবে তৃতীয় দিনে ব্যাট করতে নেমে মাত্র দুই সেশনের ব্যবধানে ১৪৮ রানেই গুড়িয়ে যায় পাকিস্তান! মিশেল স্টার্ক, মিশেল সোয়েপসনদের বোলিং দাপটে মুখ থুবড়ে পড়ে পাকিস্তানের ব্যাটিং শিবির। ম্যাড়মেড়ে পাটা ব্যাটিং উইকেট যেন হঠাৎ রূপ নেয় বোলিং সহায়ক উইকেটে!

প্রাণহীন এক ম্যাচে অস্ট্রেলিয়ার দাপুটে বোলিংয়ে আবারও প্রাণের সঞ্চার। নিজেদের পাতা ফাঁদেই পা দিলো পাকিস্তান! প্রথম ইনিংসে ফলোঅনে পড়লেও সেই লজ্জা থেকে নিস্তার দেয় অস্ট্রেলিয়া! ৪০৯ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২ উইকেটে ৯৭ রানে ইনিংস ঘোষণা করে অজিরা। পাকিস্তানের সামনে তখন ৫০৬ রানের পাহাড়সম লক্ষ্যমাত্রা! চতুর্থ দিনের মাত্র প্রথম সেশনের খেলা চলছে। বিস্ময়কর কিংবা নাটকীয় কিছু না হলে এই টেস্টে বড় ব্যবধানেই হারতে যাচ্ছে পাকিস্তান!

সুবিধাজনক জায়গায় ওৎ পাততে গিয়ে নিজেদের জালেই ধরা পড়লো পাকিস্তান। রাওয়ালপিন্ডি টেস্টের মতো এবার আর রেহাই পায়নি স্বাগতিকরা। তৃতীয় দিনে এক ইনিংসেই হঠাৎ বদলে গেলো ম্যাচের চিত্র। অস্ট্রেলিয়ার বোলিং দাপটের সামনে করাচি টেস্টে আপাতত হারই চোখ রাঙাচ্ছে পাকিস্তানকে!

এদিকে উইকেট নিয়ে সমালোচনা করতে নিষেধ করেছেন পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা। গুঞ্জন রয়েছে রাওয়ালপিন্ডি টেস্টের মতোই করাচি টেস্টের উইকেট তৈরির নির্দেশ দিয়েছেন বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার।

রমিজ রাজা বলছেন, ‘পাকিস্তানের পিচ নতুন করে ঢেলে সাজাতে হবে। কিন্তু নতুন কমিটি দায়িত্ব নিয়েছে সেপ্টেম্বরে। তাই সময় মেলেনি। অফ-সিজনে অস্ট্রেলিয়া থেকে মাটি নিয়ে এসে পিচ বানানোর চেষ্টা করা হবে।’

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...