ক্রিকেট ইতিহাসে এমন কাণ্ড আগে কেউ দেখেছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। এক ওভারে ১৮টি বল! তার মধ্যে ১২টি ওয়াইড আর একটি নো বল—আর ওভারই শেষ করতে পারলেন না বোলার।
ঘটনাটি ঘটেছে লেজেন্ডস লিগ ক্রিকেটে, অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান ম্যাচে। বল হাতে এই ‘অদ্ভুত’ কাণ্ড ঘটিয়েছেন অস্ট্রেলিয়ার জন হেস্টিংস। এতটাই বিশৃঙ্খল ওভার ছিল, নেট দুনিয়ায় অনেকেই সরাসরি প্রশ্ন তুলেছেন—এটা কি স্পট ফিক্সিং নয়? যদিও আপাতত সবই জল্পনা।
অস্ট্রেলিয়ার ইনিংস গুটিয়ে যায় মাত্র ৭৪ রানে। পাকিস্তানের দুই ওপেনার শোয়েব মাকসুদ ও সার্জিল খান সপ্তম ওভারেই ৫৫ রানে পৌঁছে যান। এরপরই বল হাতে আসেন হেস্টিংস। সেই ওভারেই পাকিস্তান লক্ষ্যে পৌঁছে যায়।
সব মিলিয়ে ১৮ বল। ম্যাচ শেষ। দর্শক অবাক। ব্রেট লি হতাশ, টুপি খুলে ফেলেন মাথা থেকে। আর সোশ্যাল মিডিয়ায় ঝড়—কেউ হাসছে, কেউ সন্দেহ করছে, কারও প্রশ্ন – এটা কি স্পট ফিক্সিং?
৩৯ বছরের হেস্টিংস অস্ট্রেলিয়ার হয়ে একটি মাত্র টেস্ট খেলেছিলেন, তাতে ৫২ রান করেন ও ১ উইকেট পান। ২৯ টা ওয়ানডেতে সংগ্রহে ছিল ৪২ উইকেট, ২৭১ রান। একসময় ছিলেন চেন্নাই সুপার কিংসের স্কোয়াডে। ২০১৮ সালে শারীরিক কারণে খেলা ছাড়েন।
তারপর এত বছর বাদে মাঠে ফিরে এমন কাণ্ড ঘটালেন যাতে সবাই অবাক। ক্রিকেটভক্তদের প্রশ্ন একটাই—ব্যাপারটা নিছকই বাজে একটা দিন, নাকি এর পেছনে অন্য কিছু আছে?