গোলের নেশায় মাতাল বেলিংহ্যাম

অপেক্ষা এখন সুপার সানডের; রবিবার দিবাগত রাতে সুপার কাপ জয়ের লড়াই হবে বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদের। একদিকে রিয়াল লড়বে চলতি মৌসুমে নিজেদের তৃতীয় শিরোপার জন্য, অন্যদিকে বার্সার লক্ষ্য থাকবে ট্রফি খরা কাটানো - কোন দলের পক্ষে বাজি ধরছেন আপনি?

জুড বেলিংহ্যাম, আপনার বয়সটা মাত্র একুশ। এত তাড়া কিসের? কিসের ক্ষুধায় এত ছনমনা আপনার মন? উত্তরটা পুরোপুরি জানা না থাকলেও তাঁর সাফল্যের কথা ঠিকই জানে পুরো ফুটবল বিশ্ব। ম্যাচের পর ম্যাচ গোল, অ্যাসিস্ট করে যাচ্ছেন তিনি; ফরোয়ার্ড লাইনে না খেলেই হয়ে উঠেছেন ফরোয়ার্ড।

সবশেষ স্প্যানিশ সুপার কাপে মায়োর্কার বিপক্ষে গোল করেছেন এই ইংলিশম্যান। সেই গোলটা অবশ্য দেখার মতন ছিল; প্রথমে রদ্রিগোর হেডার গোলবারে লেগে ফিরে আসে কিলিয়ান এমবাপ্পের কাছে, এমবাপ্পের জোরালো শট গোলরক্ষক ফিরিয়ে দিলে সুযোগ পান বেলিংহ্যাম। চারজন ডিফেন্ডার এবং গোলরক্ষককে ফাঁকি দিয়ে অতঃপর বল লাইনের ওপাশে পাঠান তিনি।

এই তারকা অবশ্য চলতি মৌসুমের শুরুর দিকে এতটা বিধ্বংসী হতে পারেননি। তবে গত নভেম্বরে ওসাসুনার বিপক্ষে গোল পাওয়ার পর থেকে বদলে যায় দৃশ্যপট। সবমিলিয়ে শেষ বারো ম্যাচে নয় বার জালের দেখা পেয়েছেন তিনি, আবার অ্যাসিস্ট করেছেন চার চারবার।

মায়োর্কার বিপক্ষে রিয়াল মাদ্রিদকে অবশ্য সংগ্রাম করতে হয়েছে, প্রথমার্ধে রিয়ালকে পুরোপুরি ঠেকিয়ে রাখতে পেরেছিল তাঁরা। বল দখলে যোজন যোজন এগিয়ে থেকেও স্কোরবোর্ডে পরিবর্তন আনতে পারেনি লস ব্ল্যাঙ্কোসরা।

যদিও বেলিংহ্যামের গোলের পর দ্বার উন্মুক্ত হয়ে যায়, ইনজুরি টাইমে গোল করেন রদ্রিগো। নব্বই মিনিট জুড়ে দুর্দান্ত পারফর্ম করার পুরষ্কার হিসেবেই বোধহয় এই গোল পেলেন তিনি। আবার দুই মাদ্রিদ তারকার গোলের মাঝে আত্মঘাতী গোল করেন মার্টিন ভালজেন্ট, শেষ পর্যন্ত ৩-০ গোলের ব্যবধানে জিতেছে রিয়াল।

অপেক্ষা এখন সুপার সানডের; রবিবার দিবাগত রাতে সুপার কাপ জয়ের লড়াই হবে বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদের। একদিকে রিয়াল লড়বে চলতি মৌসুমে নিজেদের তৃতীয় শিরোপার জন্য, অন্যদিকে বার্সার লক্ষ্য থাকবে ট্রফি খরা কাটানো – কোন দলের পক্ষে বাজি ধরছেন আপনি?

Share via
Copy link