শতকের ধারায় গা ভাসিয়েছেন কেসি কার্টি

২৮ বছর বয়সে ফ্রাঞ্চাইজি ক্রিকেটের মোহতে তিনিও না পড়লেই বরং দেখা যেতে পারে আরও বেশ কয়েকটি সেঞ্চুরি। কেসি কার্টি অন্তত সেই বার্তা দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। 

কেসি কার্টি যেন রয়েছেন ক্যারিয়ারের সেরা ফর্মে। গেল চার ওয়ানডে ইনিংসের তিনটিকেই তিনি শতকের ওপারে নিয়ে গেছেন। প্রতিপক্ষ বদলে আয়ারল্যান্ড থেকে ইংল্যান্ড হয়েছে। কিন্তু কার্টির ব্যাটিং ধারায় যেন নেই কোন বদল। তিনি দিব্যি আপন ছন্দে ব্যাট চালিয়ে যাচ্ছেন নিয়ম মেনে।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে ১০৫ বলে ১০৩ রান করেছেন কেসি কার্টি। তার ব্যাটে ভর করে ৩০০ ছাড়ানো সংগ্রহ গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই সিরিজের প্রথম ম্যাচে অবশ্য ২২ রানে আউট হয়েছিলেন তিনি। কিন্তু এক ইনিংস পরেই আবার ছন্দের নিনাদের ঝঙ্কার তুললেন কেসি কার্টি।

এখন পর্যন্ত তার ক্যারিয়ারে ওয়ানডে সেঞ্চুরি আছে সর্বমোট চারটি। এর মধ্যে গেল বছরের শেষভাগে এই ইংল্যান্ডের বিপক্ষেই ১২৪ রানের একটি ইনিংস খেলেছিলেন। সেটিই তার ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি। তবে সেটিও খুব আগেকার ঘটনা নয়। স্রেফ সাত ইনিংস আগের ঘটনা।

ইংল্যান্ডের বিপক্ষের ইনিংসটি সহ শেষ নয় ইনিংসে এটি তার চতুর্থ সেঞ্চুরি। এর মধ্যে বাংলাদেশের বিপক্ষে ৯৫ রানের একটি ইনিংসও রয়েছে তার নামের পাশে। যার অর্থ দাঁড়ায় শেষ আট ইনিংসের মধ্যে পাঁচটি ইনিংসেই তিনি ফিফটি ছাড়িয়ে প্রায় শতরানের দিকে এগিয়েছেন, সফলতা এসেছে চারবার।

এমন ধারাবাহিকতা বেশ বিরল। আয়ারল্যান্ডের বিপক্ষে দুইটি সেঞ্চুরি করেছেন তিনি। এর মধ্যে একটি ইনিংসে কেসি কার্টি থেমেছিলেন ১৭০ রানে। দ্বিশতকের খুব কাছে গিয়েও ফিরতে হয়েছে। বাকি চার ইনিংসে তার ব্যাটে টুকটাক রান ছিল বটে।

এই ধারা বজায় রেখে ক্যারিবিয়ানদের হারানো জৌলুসের নতুন সারথি হতে হয়ত পারবেন কেসি কার্টি। ২৮ বছর বয়সে ফ্রাঞ্চাইজি ক্রিকেটের মোহতে তিনিও না পড়লেই বরং দেখা যেতে পারে আরও বেশ কয়েকটি সেঞ্চুরি। কেসি কার্টি অন্তত সেই বার্তা দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত।

Share via
Copy link