সৌম্য সরকার ও মুশফিকুর রহিমের ব্যাটিং তাণ্ডবে সিলেট সানরাইজার্সকে ১৫ রানে হারিয়ে দুর্দান্ত এক জয়ের দেখা পেয়েছে খুলনা টাইগার্স।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই পর পর দুই উইকেট হারিয়ে চরম বিপাকে পড়ে খুলনা। তৃতীয় উইকেট জুটিতে সৌম্য সরকারের সাথে ৪৫ রানের জুটির পথে ব্যক্তিগত ১৮ বলে ২৩ রানে ফিরেন ইয়াসির আলি রাব্বি। ৪৫ রানে ৩ উইকেট হারিয়ে তখন চাপের মুখে খুলনা। তবে বাকি পথটা সৌম্য ও মুশফিকের দাপটে পাড়ি দেয় তারা। সৌম্য ও মুশফিকের দুর্দান্ত ব্যাটিংয়ে দ্রুত এগোতে থাকে খুলনার রান। একপ্রান্তে ঝড় তুলে ফিফটি তুলে নেন সৌম্য। আরেকপ্রান্তে তাণ্ডব চালিয়ে মুশফিকও দেখা পান ব্যক্তিগত ফিফটির।
সৌম্যর ৪ ছক্কা ও ৪ চারে অপরাজিত ৬২ বলে ৮২ এবং মুশফিকের ৩৮ বলে ৬২ রানে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৮২ রান সংগ্রহ করে খুলনা টাইগার্স। চতুর্থ উইকেটে দু’জনে মিলে গড়েন ৮৪ বলে ১৩৬ রানের জুটি!
১৮৩ রানের পাহাড়সম লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ওপেনিং জুটিতে ৪১ রান করে এনামুল হক বিজয় ও লেন্ডল সিমন্স। তবে সিমন্সে ১৭ বলে ১০ রানের ধীরগতির ইনিংসে বলের সাথে পাল্লা দিয়ে রান তুলতে বিপাকে পড়তে হয় বিজয়কে। ৪১ রানে সিমন্স ফিরলেও একপ্রান্তে দ্রুতগতিতে রান তুলেন বিজয়। ১১তম ওভারে ৭০ রানে তখন ১ উইকেট। এরপরই মাত্র ৩ রানের ব্যবধানে শেষ ৩ উইকেট! বিজয় ৩৩ বলে ৪৭ রানে ফেরার পর মিঠুন, বোপারাও ফিরেন ব্যর্থ হয়ে!
পঞ্চম উইকেটে কলিন ইনগ্রামের সাথে ৫৮ রানের জুটি গড়েন মোসাদ্দেক হোসেন। এরপর ১৩১ রানে ইনগ্রাম ২৮ বলে ৩৭ রানে ফিরলে দ্রুত ফিরেন অলোক কাপালিও! ১৩৫ রানেই শেষ ৬ উইকেট! শেষ ১১ দরকার তখন ৪৮ রান! আলাউদ্দিন বাবুর ৭ বলে ২৫ রানের ক্যামিওর পরেও ১৫ রানে হার নিয়ে মাঠ ছাড়ে সিলেট সানরাইজার্স! নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৭ করতে সক্ষম হয় সিলেট।
সংক্ষিপ্ত স্কোরঃ
খুলনা টাইগার্স – ১৮২/৩ (২০ ওভার); সৌম্য ৮২(৬২)*, মুশফিক ৬২(৩৮)*, ইয়াসির ২৩(১৮); গাজী ৪-০-২৭-১, স্বাধীন ৪-০-৩৩-১।
সিলেট সানরাইজার্স – ১৬৭/৬ (২০ ওভার); এনামুল ৪৭(৩৩), মোসাদ্দেক ৩৯(২২)*, ইনগ্রাম ৩৭(২৮), আলাউদ্দিন বাবু ২৫(৭)*; পেরেরা ৪-০-২৩-২, নাবিল ৪-০-২৭-১, সৌম্য ৪-০-২৭-২, খালেদ ৪-০-২৯-১।
ফলাফলঃ খুলনা টাইগার্স ১৫ রানে জয়ী।