টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে বিধ্বংসী এক ইনিংস খেললেন। তখন থেকেই গুঞ্জন ছিল আইপিএলে হয়তো এবার ডাক পেতে পারেন লিটন দাস। হলোও তাই। কলকাতার হয়ে প্রথমবার আইপিএলে খেলতে গেলেন লিটন। কিন্তু মাত্র এক ম্যাচেই শেষ হয়েছে লিটনের ভুলে যাবার মত আইপিএল যাত্রা।
পারিবারিক কারণে নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরতে হয়েছে লিটনকে। লিটনের জায়গায় ওপেনিং পজিশনে কলকাতার আরেক ব্যাটার জেসন রয়ও ভুগছেন ইনজুরি সমস্যায়। তাই মৌসুমের বাকি অংশের জন্য কলকাতা লিটনের বদলি হিসেবে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজের ওপেনার জনসন চার্লসকে। যিনি কদিন আগেই লিটন দাসের সতীর্থ ছিলেন। দুইজন এক সাথেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে।
এমনিতেই অনাপত্তিপত্র না পাওয়া মৌসুমের শুরু থেকে দলের সাথে যোগ দিতে পারেননি লিটন দাস। লিটন দাস দলের সাথে যোগ দিতে না পারায় ওপেনিং পজিশনে কলকাতা খেলায় আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজকে। তাই লিটনকে দলে যোগ দেবার পরেও অপেক্ষা করতে হয় আইপিএল অভিষেকের জন্য। পরবর্তীতে দিল্লী ক্যাপিটালসের বিপক্ষে আইপিএল অভিষেক হয় লিটনের।
কিন্তু আইপিএলে নিজের অভিষেক ম্যাচটা ভুলে যেতে চাইবেন লিটন। ব্যাট হাতে চার বলে চার রান করে বাজে শট খেলে আউট হবার পর উইকেট রক্ষক হিসেবেও একাধিক সুযোগ মিস করেন। উইকেটরক্ষক হিসেবে লিটন সেদিন সহজ সুযোগ মিস না করলে হয়তো ম্যাচ জিততেও পারত কলকাতা। তাই পরের ম্যাচেই একাদশ থেকে বাদ পড়তে হয় লিটনকে।
এদিকে আরেক বাংলাদেশি সাকিব আল হাসান এবারের আইপিএল থেকে নাম প্রত্যাহার করায় তাঁর বদলি হিসেবে কলকাতা দলে নেয় জেসন রয়কে। ওপেনিং পজিশনে সুযোগ পেয়ে রীতিমতো দুর্দান্ত করছেন রয়। তাই মৌসুমের বাকি সময়টায় লিটনের দলে সুযোগ পাওয়াটা কঠিনই ছিল।
এদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের এওয়ে সিরিজের আগ পর্যন্ত আইপিএলে খেলার অনাপত্তিপত্র ছিল লিটনের। কিন্তু পারিবারিক কারণে এরও আগে বাংলাদেশে ফিরতে হয় লিটনকে। পরিবারের সাথে সময় কাটানোর পর ইংল্যান্ডের মাটিতে লিটন যোগ দিয়েছেন বাংলাদেশ দলের সাথে।
লিটনের বদলি হিসেবে ক্যারিবিয়ান উইকেটরক্ষক জনসন চার্লসকে দলে ভেরানো নিশ্চিত করেছে কলকাতা। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪১ টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন চার্লস। ক্যারিবিয়ানদের হয়ে জিতেছেন ২০১২ ও ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বজুড়ে ফ্রাঞ্চাইজি লিগ গুলোতে বেশ পরিচিত নাম চার্লস। সব মিলিয়ে ২২৪ স্বীকৃত টি-টোয়েন্টি খেলে সাড়ে পাঁচ হাজারের বেশি রান করেছেন তিনি। এবছরেই লিটন দাসের সতীর্থ হয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে জিতেছেন বিপিএল শিরোপাও।
আইপিএল নিলামে চার্লসের ভিত্তি মূল্য ৫০ লাখ রুপিতেই তাকে দলে নিয়েছে কলকাতা। আজই সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে মাঠে নামছে কলকাতা। হবে এ ম্যাচে দলের সাথে যোগ দিতে পারছেন না চার্লস। সব আনুষ্ঠানিকতা শেষে খুব শীঘ্রই দলের সাথে যোগ দেবেন এই ক্যারিবিয়ান এমনটাই জানিয়েছে কেকেআর কর্তৃপক্ষ।