বিরাট কোহলির সাথে সাকিব আল হাসানের দ্বৈরথ নতুন কিছু নয়। তবে, দ্বৈরথ ভুলে ম্যাচের আগে সাকিবের প্রতি শ্রদ্ধাই ফুটে উঠল বিরাট কোহলির কণ্ঠে।
ভারতে চলমান বিশ্বকাপে স্টার স্পোর্টসের এক অনুষ্ঠানে কোহলি বলেন, ‘অনেক বছর ধরেই সাকিবের বিপক্ষে খেলছি। তার নিয়ন্ত্রণ অসাধারণ। অভিজ্ঞ বোলার। নতুন বলে ভালো বোলিং করে। ব্যাটসম্যানদের কীভাবে ধোঁকা দিতে হয়, তা জানে। খুব মিতব্যয়ীও।’
শুধু সাকিব নয়, পুরো বাংলাদেশ বোলিং লাইন আপকেই সমীহ করছেন বিরাট কোহলি। তিনি বলেন, ‘আপনাকে সব বোলারের বিপক্ষে নিজের সেরাটা দিয়ে খেলতে হবে। আপনি যদি সেটা না করতে পারেন, তাহলে এই বোলাররা আপনার ওপর চাপ সৃষ্টি করবে, তাতে আপনার আউট হওয়ার সম্ভাবনা বাড়বে।’
কেবল বাংলাদেশ নয়, কোনো দলকেই বিশ্বকাপের মঞ্চে ছোট করে দেখতে চান না বিরাট কোহলি। তিনি বলেন, ‘বিশ্বকাপে কোনো বড় দল নেই। আপনি যখনই শুধু বড় দলের কথা ভাববেন, তখনই অঘটন ঘটবে।’