অপেক্ষার প্রহর শেষ হয়েছে, আরো একবার আইসিসির মেজর টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বনে গেলেন বিরাট কোহলি। ক্যারিয়ারে এ নিয়ে চতুর্থবার আর গত দুই বছরে দুইবার শিরোপা মঞ্চে পা রেখেছেন তিনি – এখানেই কি থামবেন তাহলে?
একটা গুঞ্জন অবশ্য ছিল, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পর হয়তো ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলবেন এই ব্যাটার। কিন্তু না, সেরকম কিছু হয়নি; অবসরের গুঞ্জনকে ডালপালা মেলার সুযোগ দেননি তিনি। যদিও তাঁর কথায় বিদায়ের সুর ঠিকই পাওয়া গিয়েছে।
এ ব্যাপারে কোহলি বলেন, ‘আমি তরুণদের সঙ্গে কথা বলার চেষ্টা করি, আমার অভিজ্ঞতা বলি। এত লম্বা সময় ধরে কিভাবে খেলছি তাঁরা এসব জানতে চায়। যখন আপনি চলে যেতে চাইবেন, আপনি চাইবেন দল ভাল অবস্থানে থাকুক। আজকাল শুবমান, শ্রেয়াস, রাহুলরা ভাল ভাল ইনিংস খেলছে, দল ভাল অবস্থানেই আছে আসলে।’
বর্ডার গাভাস্কর ট্রফি জিততে না পারা ভারতকে আরো ক্ষুধার্ত করে তুলেছে, এমনটাই মনে করেন এই ডানহাতি। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া সফরের পর আমরা ঘুরে দাঁড়ানোর জন্য মুখিয়ে ছিলাম। তরুণরা প্রস্তুত হয়ে গিয়েছিল ভারতকে ভালো কিছু এনে দেয়ার জন্য। এত বছর খেলার পর, সবাই-ই এমন চাপের মধ্যে খেলতে পছন্দ করে।’
এই তারকা আরো বলেন, ‘প্রতিটা ম্যাচে আমাদের একজোট হয়ে পারফরম করতে হয়েছে। কারো হয়তো ছিল ইমপ্যাক্টফুল ইনিংস, কারো আবার স্পেল ছিল। সবমিলিয়ে বলব এই ট্রফিটা যৌথ প্রচেষ্টায় জিততে পেরেছি।’
তবে জয়ের খুশির মাঝেও নিউজিল্যান্ডের প্রশংসা করতে ভোলেননি। তিনি বলেন, ‘নিউজিল্যান্ডের সামর্থ্য আমাদের অবাক করে, তাঁরা পরিকল্পনাগুলো দারুণভাবে বাস্তবায়ন করে। ব্যাটিং, বোলিংয়ের পাশাপাশি তাঁদের আছে বিশ্বসেরা ফিল্ডিং ইউনিট। আমার বন্ধুকে [কেন উইলিয়ামসন] হারতে দেখে খারাপ লাগছে, তবে দলটা আসলেই ভাল করছে।’