প্রতিটি শুরুরই থাকে শেষ। ঠিক তেমনই একজন ক্রিকেটারের ক্যারিয়ার। এক সময় ফর্মের তুঙ্গে থাকে খেলোয়াড়কেও সময়ের দাবীতে নিতে হয় অবসর।
সম্প্রতি ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি জানালেন তাঁর অবসরের পরবর্তী পরিকল্পনা। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর গালা ডিনারে কোহলি তাঁর ভবিষ্যত পরিকল্পনার ইঙ্গিত দিয়েছেন।
তিনি সেই অনুষ্ঠানে বলেন, ‘আমি একজন খেলোয়াড়। আমাদেরকে এক সময় ক্যারিয়ার শেষ করতে হয়। তাই আমিও তা বাস্তবায়নের কাজ করছি। আমি এমনভাবে আমার ক্যারিয়ার শেষ করতে চাই না, যেখানে আমাকে বলতে হবে, ‘ওহ, আমি যদি ঐ কাজটা ঐ সময় করতাম। কেননা আমি আজীবন আমার খেলা চালিয়ে যেতে পারবো না। তাই আমি কোনো আক্ষেপ রেখে অথবা কোনো কাজ অসমাপ্ত রেখে যেতে চাই না।’
ভবিষ্যতে কোনো আক্ষেপ না রাখা এবং কোনো কাজ অসমাপ্ত না রাখার উপর গুরুত্ব দেন কোহলি। তাছাড়া তিনি তাঁর অবসরের পরবর্তী পরিকল্পনার কথা বলেন। তাঁর অবসরের পরে পরিবারের সাথে একান্ত সময় কাটানোর বিষয় উল্লেখ করেন সেই অনুষ্ঠানে।
অবসর প্রসঙ্গে তিনি বলেন, ‘যখন আমি আমার সব কাজ শেষ করব, তখন আমি গায়েব হয়ে যাব। আমাকে বেশ কয়েকদিনের জন্য খুঁজে পাবেন না। তাই আমি আমার ক্যারিয়ার শেষ করার আগেই সব অসমাপ্ত কাজ শেষ করে যেতে চাই। আর এটাই আমাকে সামনের দিকে এগিয়ে যেতে উৎসাহিত করে।’
অর্থাৎ অবসরের পর পরিবারকে পুরোটা সময় দিতে চান ৩৫ বছর বয়সী এই ব্যাটার। সম্প্রতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছেন ভারতের এই ব্যাটিং সেনসেশন। নিজের দলকে তলানি থেকে শীর্ষ চারে নিয়ে যেতে নিজেকে উজার করে দিচ্ছেন।
প্রতি ম্যাচেই তাঁর ব্যাট দেখাচ্ছে আইপিএল শিরোপার স্বপ্ন। আর আইপিএল শেষেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ছুটবেন যুক্তরাষ্ট্রে। দিনশেষে প্রতিটি মানুষই চায় পরিবারের কাছে থাকতে, পরিবারের সদস্যদের সময় দিতে। তবে জীবনের ব্যস্ততায় তা হয়ে ওঠে না। তাই তো অবসরের পর দীর্ঘ সময় পরিবারের জন্যই উৎসর্গ করার পরিকল্পনা করছেন বিরাট কোহলি।