মেসির নতুন ঠিকানার সন্ধান

লিওনেল মেসির সাথে বার্সেলোনার চুক্তির মেয়াদ শেষ হয়েছে মাস চারেক আগেই। কিন্তু বার্সায় থাকবেন বিধায় এতদিন অন্য ক্লাবের ডাকে সাড়া দেননি মেসি। কিন্তু দুদিন আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে বার্সা ছাড়ার ঘোষণা দেন তিনি। যদিও বার্সা এবং মেসি দুই পক্ষই চুক্তিতে সম্মত হয়েছিল কিন্তু লা লিগার নিয়মের কারণে শেষমুহূর্তে মেসির সাথে চুক্তি করতে অপারগতা প্রকাশ করে বার্সেলোনা। এরপর থেকেই পুরো বিশ্বের নজর ছিল মেসি কোথায় যান তার উপর।

লিওনেল মেসির সাথে বার্সেলোনার চুক্তির মেয়াদ শেষ হয়েছে মাস চারেক আগেই। কিন্তু বার্সায় থাকবেন বিধায় এতদিন অন্য ক্লাবের ডাকে সাড়া দেননি মেসি। কিন্তু দুদিন আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে বার্সা ছাড়ার ঘোষণা দেন তিনি। যদিও বার্সা এবং মেসি দুই পক্ষই চুক্তিতে সম্মত হয়েছিল কিন্তু লা লিগার নিয়মের কারণে শেষমুহূর্তে মেসির সাথে চুক্তি করতে অপারগতা প্রকাশ করে বার্সেলোনা। এরপর থেকেই পুরো বিশ্বের নজর ছিল মেসি কোথায় যান তার উপর।

অবশেষে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইতে দুই বছরের চুক্তিতে যোগ দিলেন তিনি। প্রতি মৌসুমে আনুমানিক ৩৫ মিলিয়ন ইউরো করে পারিশ্রমিক পাবেন। মেসির এই পিএসজিতে যোগ দানে বড় ভূমিকা রেখেছেন ব্রাজিলের নেইমার। পিএসজি খুব শিঘ্রই এই ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দিবে।

ক্লাবের হয়ে যত শিরোপা জেতা সম্ভব, বার্সার হয়ে তার সবই জিতেছেন মেসি। নিজেকে প্রতিষ্ঠা করেছেন সর্বকালের অন্যতম সেরা হিসেবে, মাঝারি সারির বার্সেলোনাকে এনে দিয়েছেন ইউরোপের কুলীন দল হবার গৌরব। ক্যারিয়ারের বহুবার ক্লাব ছাড়ার অফার পেয়েছেন কিন্তু ক্লাবের প্রতি আনুগত্য দেখিয়ে থেকে গেছেন বার্সাতেই। ম্যানচেস্টার সিটি, চেলসি, ইন্টার মিলান বেশি বেতন প্রস্তাব করলেও এড়িয়ে গেছেন সুন্দর করে।

সবাই ভেবেছিলেন বার্সার হয়েই ক্যারিয়ার শেষ করবেন ফুটবল জাদুকর, কিন্তু করোনা মহামারীতে বার্সার আর্থিক ক্ষতি, ক্লাবের ধার এবং লা লিগা কর্তৃপক্ষের বেতন সংক্রান্ত নিয়মের বেড়াজালে নতুন চুক্তি স্বাক্ষর করতে পারেননি তিনি। বার্সার হয়ে খেলার জন্য ৫০% বেতন কমাতেও রাজি হয়েছিলেন কিন্তু তাতেও সম্ভব হয়নি বার্সায় থাকা।

বর্তমান সময়ে মেসিকে বেতন দেবার সামর্থ্য রাখে দুটি ক্লাবই- ম্যানচেস্টার সিটি এবং পিএসজি। মে মাসে মেসি ফ্রি এজেন্ট হয়ে যাবেন বিধায় বছরের শুরু থেকেই মেসিকে দলে ভেড়াতে নানা প্রস্তাব দেয়। কিন্তু বার্সায় থাকার জন্য মেসি সব প্রস্তাব ফিরিয়ে দেন।

মেসিকে না পেয়ে এক সপ্তাহ আগে জ্যাক গ্রিলিশকে দলে ভেড়ায় ম্যানচেস্টার সিটি। অন্যদিকে এরপরেই আসে মেসির বার্সা ছাড়ার সংবাদ। ইচ্ছে থাকলেও সিটির পক্ষে তাই মেসিকে সাইন করানো ছিল রীতিমতো অসম্ভব। ফলত মেসিকে চুক্তিবদ্ধ করার দৌড়ে গত দুদিন ছিল একটি ক্লাবই, সেটা পিএসজি। বন্ধু নেইমার এবং প্যারেদেস-দি মারিয়াদের ডাক তাই আর উপেক্ষা করলেন না মেসি। কাতালান মুল্লুক ছেড়ে তাই পাড়ি জমালেন সুদূর প্যারিসে।

মেসি বার্সা ছাড়বেন এই খবর পাবার পর রীতিমতো নাওয়া-খাওয়া ভুলে সারাদিন কাজ করেছেন পিএসজি মালিক নাসের আল খেলাইফি এবং স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো। সরাসরি মেসির বাবা হোর্হে মেসির সাথে চুক্তির শর্ত নিয়ে বৈঠক করেছেন তারা। অবশেষে সম্মত হয়েছেন চুক্তি ব্যাপারে।

পিএসজিতে বাৎসরিক ৩৫ মিলিয়ন ইউরো বেতন পাবেন মেসি। প্রাথমিক বেতন ২৫ মিলিয়ন হলেও বোনাস এবং অন্যান্য অনুষঙ্গ মিলিয়ে তা গিয়ে দাঁড়াবে ৩৫ মিলিয়নে। প্রাথমিক চুক্তি দুই বছরের হলেও চাইলে পিএসজি আরো এক বছর বাড়াতে পারবে চুক্তির মেয়াদ।

চ্যাম্পিয়ন্স লিগে জয়খরা কাটাতে এতোমধ্যেই নেইমার, এমবাপ্পে, রামোসদের দলে এনেছেন পিএসজি মালিক নাসের আল খেলাইফি। তবুও কেন যেন জিততে পারছিলেন না, অভাব অনুভূত হচ্ছিল এক পরশপাথরের। বার্সার হয়ে সর্বজয়ী মেসি কি পারবেন তার এই নতুন চ্যালেঞ্জে জয়ী হতে? পারবেন পিএসজির পরশপাথর হতে?

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...