মেসি আর রেকর্ড, চিরন্তন যুগলবন্দী

রেকর্ড আর লিওনেল মেসির সম্পর্ক বহু পুরনো। সময় তরতর করে গড়িয়েছে, মেসির রেকর্ড সংখ্যাও পর্বত সমান হয়েছে। কিন্তু কোনো এক অদ্ভুত কারণে মেসির একটা না পাওয়া বিষয় ছিল। বিশ্বকাপ। একজন ফুটবলারের সবচেয়ে আকাঙ্ক্ষিত অর্জন। মেসি সেই অর্জনের দিক দিয়ে ছিলেন শূন্য। ব্যাপারটা এমন যে, মেসির সেই অর্জনের শূন্যতায় বাকি সব অর্জন ফিঁকে।

রেকর্ড আর লিওনেল মেসির সম্পর্ক বহু পুরনো। সময় তরতর করে গড়িয়েছে, মেসির রেকর্ড সংখ্যাও পর্বত সমান হয়েছে। কিন্তু কোনো এক অদ্ভুত কারণে মেসির একটা না পাওয়া বিষয় ছিল। বিশ্বকাপ। একজন ফুটবলারের সবচেয়ে আকাঙ্ক্ষিত অর্জন। মেসি সেই অর্জনের দিক দিয়ে ছিলেন শূন্য। ব্যাপারটা এমন যে, মেসির সেই অর্জনের শূন্যতায় বাকি সব অর্জন ফিঁকে। 

অবশেষে ফিঁকে নামাঙ্কিত অর্জনগুলোই আবার মহিমান্বিত রূপে ফিরে এলো। কারণ এক যুগ পেরিয়ে ১৬ বছর ধরে আরাধ্য সেই বিশ্বকাপের ছোঁয়া যে মেসি পেয়ে গেছেন। 

ক্যারিয়ার জুড়েই মেসি নামের পাশে কতশত রেকর্ড। এবার তো বিশ্বকাপটাই নিজের করে নিলেন। নিজে পূর্ণতা পেলেন। শ্রেষ্ঠত্বের পথে হাঁটলেন। একই সাথে রেকর্ডের খাতার পৃষ্ঠাটাও তিনি এবার বাড়িয়ে ফেললেন। কাতার বিশ্বকাপ শেষে মেসির গড়া সেই সব নতুন রেকর্ডগুলোই এবার চোখ বুলিয়ে নেওয়া যাক। 

  • বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলার(২৬)

আগে চার চারটি বিশ্বকাপ মিলিয়ে ১৯ টি ম্যাচ খেলেছিলেন মেসি। কাতার বিশ্বকাপ শুরুর আগে মেসির ক্ষেত্রে এমন এক সমীকরণ এসেছিল যে, আর্জেন্টিনা আর মেসি ফাইনাল পর্যন্ত খেললেই জার্মানির লোথার ম্যাথিউসকে (২৫) টপকে বিশ্বকাপে সবচেয়ে ম্যাচ খেলার রেকর্ড গড়বেন দ্য এলএমটেন।

সেই ধারায় আর্জেন্টিনা ফাইনালে গেল। মেসিও খেললেন ফাইনাল পর্যন্ত সবগুলো ম্যাচ। বিশ্বকাপ জিতলেন। আর একই সাথে বহুদিন ধরে অক্ষত থাকা লোথার ম্যাথিউসের সেই রেকর্ডটিকে তিনি টপকে গেলেন।  

  • বিশ্বকাপে সবচেয়ে বেশি সময় মাঠে কাটানো খেলোয়াড়

মেসির আগে বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড লোথার ম্যাথিউসের থাকলেও মাঠে সবচেয়ে বেশি মিনিট খেলার রেকর্ডটা ছিল ইতালির কিংবদন্তি ফুটবলার পাওলো মালদিনির। বিশ্বকাপ ফুটবলে তিনি সব মিলিয়ে ২২১৭ মিনিট খেলেছিলেন। কাতার বিশ্বকাপ ফাইনালের পর পুরনো সেই রেকর্ড এবার ভেঙেছেন মেসি৷ মেসি সব মিলিয়ে খেলেছেন ২৩১৫ মিনিট। 

  • অধিনায়ক হিসেবে বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড

সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডের পাশাপাশি এবার অধিনায়ক হিসেবেও বিশ্বকাপ ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন মেসি। ফুটবলের সবচেয়ে বড় আসরে সব মিলিয়ে তিনি ১৯ ম্যাচে অধিনায়কত্ব করেছেন। 

  • বিশ্বকাপে সবচেয়ে বেশিবার ম্যান অব দ্য ম্যাচ

২০০২ বিশ্বকাপ থেকে বিশ্বকাপ ফুটবলে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারের প্রচলন শুরু হয়। আর এ অ্যাওয়ার্ডে রীতিমত চমক দেখিয়েছেন মেসি। সব মিলিয়ে এখন পর্যন্ত ১১ বার ম্যাচ সেরা হয়েছেন তিনি। যা বিশ্বকাপ ফুটবলের ইতিহাসেরই একটি রেকর্ড। ৭ বার ম্যাচ সেরা হয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

  • একমাত্র ফুটবলার হিসেবে বিশ্বকাপে ২ বার গোল্ডেন বল জয়ের কীর্তি

২০১৪ বিশ্বকাপে গোল্ডেন বল পেয়েছিলেন মেসি। আর্জেন্টিনার এবারের বিশ্বকাপ শিরোপা যাত্রাতেও পেলেন গোল্ডেন বল। সব মিলিয়ে বিশ্বকাপে ফুটবলে দুইবার টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতলেন লিওনেল মেসি।  ইতিহাস বলে, ইতিহাসে এর আগে কখনোই কোনো ফুটবলার এ কীর্তি গড়তে পারেননি। 

  • আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড

আর্জেন্টিনার অলটাইপ টপস্কোরার আগেই হয়েছিলেন। তবে বিশ্বকাপের গোলসংখ্যায় পিছিয়ে ছিলেন বেশ খানিকটা। কাতার বিশ্বকাপ শুরুর আগে মেসির ঝুলিতে ছিল মাত্র ৬ টা গোল। কিন্তু এবারে বিশ্বকাপে এসেই যেন সব অপূর্ণতা মিটিয়ে দিলেন। এক বিশ্বকাপেই করলেন ৬ টা গোল। আর এর মধ্য দিয়ে গ্যাব্রিয়েল বাতিস্তুতার(১০) গড়া রেকর্ড টপকে আর্জেন্টাইন ফুটবলার হিসেবে বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের রেকর্ড এখন মেসির (১৩)। 

  • বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলে অবদান

গোল আর এসিস্ট মিলিয়ে বিশ্বকাপে মেসির গোল কন্ট্রিবিউশন ২১ টি। ১৯৬৬ বিশ্বকাপের পর থেকে ফুটবল পরিসংখ্যান নিয়ে কাজ করা প্রতিষ্ঠান বলছে, এর আগে বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল কন্ট্রিবিউশন ছিল রোনালদো নাজারিও আর মিরোস্লাভ ক্লোসার। তাদের দুজনেরই ১৯ টি করে গোলে সহায়তা ছিল। কাতার বিশ্বকাপের পর অবশ্য এ রেকর্ডটি এখন মেসির নামে লেখা হয়ে গেছে। ২১ টি গোলে সহায়তা করে তিনি এখন এই তালিকায় চলে গেছেন শীর্ষে।

একই সাথে আরো, আরেকটি রেকর্ডও নিজের করে নিয়েছেন মেসি ৷ বিশ্বকাপের নক আউট স্টেজে সব মিলিয়ে ৬ টি এসিস্ট করেছেন তিনি। এর মধ্য দিয়ে তিনি টপকে গিয়েছেন আর্জেন্টাইন আরেক কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনাকে।

মেসির সামনে এখন আরও একটি মাইলফলক স্পর্শের হাতছানি দিচ্ছে। আর্জেন্টিনা জার্সিতে মেসি এখন পর্যন্ত গোল করেছেন ৯৮ টি। আর দুই গোল করলেই আন্তর্জাতিক ফুটবলে গোলের সেঞ্চুরি পূরণ করবেন তিনি৷ আর সেটি হলে, তিনিই হবেন লাতিন আমেরিকার প্রথম ফুটবলার যার কীর্তিতে থাকবে ১০০ গোলের রেকর্ড।

মেসি বলেছেন, আর্জেন্টিনার হয়ে আরো কিছুদিন তিনি খেলে যাবেন। তাই এ রেকর্ডটা যে অতি সন্নিকটেই হতে যাচ্ছে, তা বলাই বাহুল্য। অবশ্য মেসি আর রেকর্ডের যুগলবন্দী তো আর নতুন নয়। মেসি খেলেন আর রেকর্ড গড়েন-অনেকটা এভাবেই দুরন্ত গতি ছুটে চলেন মেসি। বিশ্বকাপ জয়ী মেসি এবার তো ছুটবেন আরো ক্ষীপ্র গতিতে, একদম নিজের মত করে।

 

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...