১৯ দিনেই শেষ লিটনের আইপিএল যাত্রা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) অধ্যায় আপাতত শেষ হয়ে গেল লিটন দাসের। পারিবারিক অসুস্থতার খবর পেয়ে দল ছেড়ে ঢাকায় এলেন তিনি। কঠিন সময়ে লিটনের পাশে থাকার কথা জানিয়েছে কলকাতা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজি।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) অধ্যায় আপাতত শেষ হয়ে গেল লিটন দাসের। পারিবারিক অসুস্থতার খবর পেয়ে দল ছেড়ে ঢাকায় এলেন তিনি। কঠিন সময়ে লিটনের পাশে থাকার কথা জানিয়েছে কলকাতা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজি।

এর আগে নয় এপ্রিল কলকাতা দলের সাথে যোগ দিয়েছিলেন এই উইকেটরক্ষক ব্যাটার। সেই হিসেবে আইপিএলে এবারের যাত্রাটা তাঁর জন্য মোটে ১৯ দিনের হল।

কেকেআরের তরফ থেকে জানানো হয়েছে যে, পরিবারের কারও শরীর খারাপ বলে ফিরে যেতে হচ্ছে লিটনকে। যদিও, চাইলেও আর বেশিদিন থাকতে পারতেন না লিটন। কারণ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শর্তই ছিল যে বাংলাদেশ দল আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতে যাওয়ার আগেই যোগ দিতে হবে দলের সাথে।

দল দুই-তিন দিনের মধ্যে ইংল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে। সেই হিসেবে খুব হতাশ হওয়ার সুযোগও নেই লিটনের। কারণ, আগাম ফিরে আসার ব্যাপারটা তিনি আগে থেকেই জানতেন। নয় মে থেকে শুরু হবে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ।

তবে, শুক্রবার ইডেনে ব্যাটিং অনুশীলনও করেন। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে প্রথম একাদশের ভাবনাতেও ছিলেন লিটন। তবে, পরিবারের ডাকে হঠাৎ করেই তাঁকে ধরতে হল ঢাকার বিমান।

লিটন ১৯ দিন ভারতে থাকলেও অবশ্য সুযোগ পান মাত্র একটা ম্যাচে। সেখান ৪ বল খেলে করেন ৪ রান। উইকেটের পেছনেও তিনি কিছু গুরুতর ভুল করেন। ফলে, তাঁকে আর একাদশে ফেরানো হয়নি।

কলকাতা দল চাইলে এবার লিটনের বিকল্পের সন্ধান করতেই পারে। তিনজন আছেন তাঁদের ভাবনায়। তারা হলেন নিউল্যান্ডের ড্যারিল মিশেল, আফগানিস্তানের মোহাম্মদ নবি ও অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...