ইংল্যান্ডের দ্বিচারিতা ঔপনিবেশিক যুগের পরিচয়

গৌতম গম্ভীর সেন্টার উইকেটের আশেপাশেই যেতে পারেননি। তাকে যেতে দেওয়া হয়নি। অথচ ব্রেন্ডন ম্যাককালাম ঠিকই সেন্টার উইকেটে হেঁটে বেড়িয়েছেন।

‘আমরা কি এখনও ঔপনিবেশিক যুগে আটকে আছি?’ – এমন একটা প্রশ্নই করেছেন ভারতের সাবেক খেলোয়াড় ইরফান পাঠান। এই প্রশ্নের প্রেক্ষাপট ইংল্যান্ড-ভারত টেস্ট সিরিজের শেষ ম্যাচের আগে ঘটে যাওয়া ঘটনা প্রবাহ। ওভাল টেস্টের আগেই উত্তাপ ছড়িয়েছে সর্বত্র।

গৌতম গম্ভীর সেন্টার উইকেটের আশেপাশেই যেতে পারেননি। তাকে যেতে দেওয়া হয়নি। অথচ ব্রেন্ডন ম্যাককালাম ঠিকই সেন্টার উইকেটে হেঁটে বেড়িয়েছেন। এ যেন রীতিমত স্বেচ্ছাচারিতা। সিরিজ নির্ধারনী শেষ ম্যাচের আগে যেন ইংল্যান্ড নিজেদের ঔদ্ধত দেখাতেই ব্যস্ত।

অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি, পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিক ইংল্যান্ড। শেষ ম্যাচে দুই দলই জিততে মরিয়া। সিরিজের শিরোপা নিজেদের কাছেই রাখতে চায় ইংল্যান্ড। সে কারণেই যেন ভারতের জন্যে সৃষ্টি করা হচ্ছে প্রতিবন্ধকতা।

ভারতের হেডকোচ গৌতম গম্ভীরের সাথে রীতিমত উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে ওভালের পিচ কিউরেটর লি ফোর্টিসের। ফোর্টিস তাকে বেশ প্রভাবের স্বরেই বলেছিলেন উইকেট থেকে দেড় মিটার দূরত্ব বজায় রাখতে। এরপর মেজাজ হারিয়ে গম্ভীরও কথার দ্বন্দে জড়িয়েছেন। নিউ ইয়র্ক টাইমস গম্ভীরের বিষয়ে লিখেছে ‘বাজে শব্দচয়ণ’। সেই ঘটনা আলোড়ন সৃষ্টি করেছে বিশ্ব ক্রিকেটে।

ঠিক তার পরেরদিন অর্থাৎ ম্যাচের আগের দিন, ইংল্যান্ডের হেড কোচ ব্রেন্ডন ম্যাককালাম হেঁটে বেড়িয়েছেন সেন্টার উইকেটে। এই ধরণের আচরণ রীতিমত দ্বিচারিতার শামিল। তাইতো ইরফান খান টুইট করে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন।

তিনি লিখেছেন, ‘তাহলে একজন ইংলিশ কোচ পর্যবেক্ষণের জন্যে উইকেটে হাটতে পারবে, কিন্তু একজন ভারতীয় কোচ পারবে না? আমরা কি এখনও ঔপনিবেশিক যুগে আটকে আছি?’ শেষ ম্যাচের আগেই উত্তাপ টের পাওয়া যাচ্ছে বেশ। এছাড়াও হ্যান্ডশেক কাণ্ডের রেশ এখনও উবে যায়নি। ওভাল টেস্টে জম্পেশ লড়াইয়ের অপেক্ষা।

Share via
Copy link